ম্যান ইউয়ের টানা চার, আর্সেনালের প্রথম হার


EPL:ইংলিশ প্রিমিয়ার লিগে বড় ম্যাচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বনাম আর্সেনাল। ৩-১’র অনবদ্য জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। হার দিয়ে মরসুম শুরু করেছিল ম্যান ইউ। তাও আবার টানা দুই ম্যাচে। সেখান থেকে অনবদ্য প্রত্যাবর্তন। টানা চার ম্যাচে জয় ম্যাচে জয়। অন্যদিকে, মরসুমের প্রথম হার আর্সেনালের।


Sep 05, 2022 | 10:00 AM

| Edited By: Dipankar Ghoshal

Sep 05, 2022 | 10:00 AM




ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) মরসুমের প্রথম দু ম্যাচেই হেরেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তারপর টানা চার ম্যাচে জয়। (ছবি : টুইটার)

ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL) মরসুমের প্রথম দু ম্যাচেই হেরেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। তারপর টানা চার ম্যাচে জয়। (ছবি : টুইটার)

ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টানা পাঁচ ম্যাচ জিতেছিল আর্সেনাল (Arsenal)। এ বারের ইপিএলে তাদের প্রথম হার। (ছবি : টুইটার)

ওল্ড ট্র্যাফোর্ডে আর্সেনালকে ৩-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টানা পাঁচ ম্যাচ জিতেছিল আর্সেনাল (Arsenal)। এ বারের ইপিএলে তাদের প্রথম হার। (ছবি : টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে অভিষেক হয় অ্যান্টনি স্যান্টোসের (Antony Santos)। ৩৫ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় ম্যান ইউ। (ছবি : টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড জার্সিতে অভিষেক হয় অ্যান্টনি স্যান্টোসের (Antony Santos)। ৩৫ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় ম্যান ইউ। (ছবি : টুইটার)

টানা পাঁচ ম্যাচ জেতা আর্সেনাল সমতা ফেরায় ৬০ মিনিটে। আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা। (ছবি : টুইটার)

টানা পাঁচ ম্যাচ জেতা আর্সেনাল সমতা ফেরায় ৬০ মিনিটে। আর্সেনালের হয়ে গোল করেন বুকায়ো সাকা। (ছবি : টুইটার)

এরপরই জোড়া গোল ম্যান ইউ তারকার। ৬৬ ও ৭৫ মিনিটে পরপর গোল করেন ম্যান ইউয়ের মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। (ছবি : টুইটার)

এরপরই জোড়া গোল ম্যান ইউ তারকার। ৬৬ ও ৭৫ মিনিটে পরপর গোল করেন ম্যান ইউয়ের মার্কাস ব়্যাশফোর্ড (Marcus Rashford)। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply