হকি-গানেও পারদর্শী, বাইশ গজে ঝড় তোলা জেমিমার আজ ২২ পূর্ণ


আজ ভারতের মহিলা ক্রিকেট দলের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজের (Jemimah Rodrigues) জন্মদিন। ২২ বছর পূর্ণ করলেন তিনি। বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, হকির মাঠেও একটা সময় ঝড় তুলতেন জেমিমা। ব্যাট, হকি স্টিক হাতে নেওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই মাইকও ধরেন তিনি। জেমিমার গানের গলাও বেশ সুন্দর। ২০১৮ সালে দেশের হয়ে প্রথম জার্সি গায়ে চাপানোর সুযোগ পান জেমিমা।


Sep 05, 2022 | 7:00 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 05, 2022 | 7:00 AM




আজ ভারতের মহিলা ক্রিকেট দলের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজের (Jemimah Rodrigues) জন্মদিন। ২২ বছর পূর্ণ করলেন তিনি। বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, হকির মাঠেও একটা সময় ঝড় তুলতেন জেমিমা। ব্যাট, হকি স্টিক হাতে নেওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই মাইকও ধরেন তিনি। জেমিমার গানের গলাও বেশ সুন্দর। ২০১৮ সালে দেশের হয়ে প্রথম জার্সি গায়ে চাপানোর সুযোগ পান জেমিমা। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

আজ ভারতের মহিলা ক্রিকেট দলের মিডল অর্ডারের তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজের (Jemimah Rodrigues) জন্মদিন। ২২ বছর পূর্ণ করলেন তিনি। বাইশ গজে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি, হকির মাঠেও একটা সময় ঝড় তুলতেন জেমিমা। ব্যাট, হকি স্টিক হাতে নেওয়ার পাশাপাশি মাঝেমধ্যেই মাইকও ধরেন তিনি। জেমিমার গানের গলাও বেশ সুন্দর। ২০১৮ সালে দেশের হয়ে প্রথম জার্সি গায়ে চাপানোর সুযোগ পান জেমিমা। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

২০০০ সালের ৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম জেমিমার। তাঁর দুই দাদা রয়েছে। জেমিমা ছেলেবেলার তাঁর বাবা ইভান রডরিগজের কাছে প্রশিক্ষণ নিতেন। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

২০০০ সালের ৫ সেপ্টেম্বর মুম্বইয়ে জন্ম জেমিমার। তাঁর দুই দাদা রয়েছে। জেমিমা ছেলেবেলার তাঁর বাবা ইভান রডরিগজের কাছে প্রশিক্ষণ নিতেন। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

শুধু ব্যাট হাতেই ২২ গজে ঝড় তোলেন না জেমিমা। হকিতেও যথেষ্ট পারদর্শী তিনি। মহারাষ্ট্রের হয়ে তিনি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ হকি দলে খেলেছেন। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

শুধু ব্যাট হাতেই ২২ গজে ঝড় তোলেন না জেমিমা। হকিতেও যথেষ্ট পারদর্শী তিনি। মহারাষ্ট্রের হয়ে তিনি অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ হকি দলে খেলেছেন। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

স্মৃতি মান্ধানার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় চলে আসেন জেমিজা। ২০১৭ সালে অরঙ্গাবাদে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৬৩ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে নজরে পড়েন জেমিমা। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জেমিমার। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

স্মৃতি মান্ধানার পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ওডিআই ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় চলে আসেন জেমিজা। ২০১৭ সালে অরঙ্গাবাদে সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১৬৩ বলে ২০২ রানের অপরাজিত ইনিংসের সুবাদে নজরে পড়েন জেমিমা। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় জেমিমার। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন বলে, ক্লাস টুয়েলভে বোর্ডের পরীক্ষা মিস করেছিলেন তিনি। ডেবিউ টি-২০ ম্যাচে ২৭ বলে ৩৭ রান করেছিলেন জেমিমা। তিনি ২০১৮ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে ছিলেন। সেখানে তিনি ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন বলে, ক্লাস টুয়েলভে বোর্ডের পরীক্ষা মিস করেছিলেন তিনি। ডেবিউ টি-২০ ম্যাচে ২৭ বলে ৩৭ রান করেছিলেন জেমিমা। তিনি ২০১৮ সালের মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে ছিলেন। সেখানে তিনি ভারতীয় দলের সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

ক্রিকেটের পাশাপাশি হকিতেও জেমিমার পারদর্শিতার কথা অনেকেরই জানা। তিনি যে গানেও পারদর্শী, সে কথা অনেকেই হয়তো জানেন না। জেমিমার টুইটারে ঢুঁ মারলে মাঝে মধ্যেই দেখা যায়, গানের রিলস পোস্ট করেন। ইন্সটা লাইভেও গান গেয়ে শোনান। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)

ক্রিকেটের পাশাপাশি হকিতেও জেমিমার পারদর্শিতার কথা অনেকেরই জানা। তিনি যে গানেও পারদর্শী, সে কথা অনেকেই হয়তো জানেন না। জেমিমার টুইটারে ঢুঁ মারলে মাঝে মধ্যেই দেখা যায়, গানের রিলস পোস্ট করেন। ইন্সটা লাইভেও গান গেয়ে শোনান। (ছবি-জেমিমা রডরিগজ টুইটার)






Most Read Stories


Leave a Reply