Asia Cup 2022: রোহিতদের হারিয়েও চাপে পাকিস্তান, বাবরের দলের এই তারকাকে যেতে হল হাসপাতালে


রবিরাতে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়ের আনন্দের মাঝেই, হঠাৎ করে চিন্তার কালো ছায়া পাক শিবিরে।

রোহিতদের হারিয়েও চাপে পাকিস্তান, বাবরের দলের এই তারকাকে যেতে হল হাসপাতালে

Image Credit source: Twitter

দুবাই: রবিরাতে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের হাইভোল্টেজ ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়ের আনন্দের মাঝেই, হঠাৎ করে চিন্তার কালো ছায়া পাক শিবিরে। এ বার চোটের কবলে বাবর আজমের দলের অন্যতম মূল অস্ত্র মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। ভারতের বিরুদ্ধে কিপিং করার সময় চোট পেয়েছিলেন রিজওয়ান। এরপর চোট নিয়ে ব্যাটিং করে যান। শুধু ব্যাটিং করেছেন বললে ভুল বলা হবে। ৫১ বলে ৭১ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে যায় রিজওয়ান।

সেই রিজওয়ানকে নিয়ে এ বার চাপে পাকিস্তান। পাক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারত-পাক ম্যাচের শেষেই রিজওয়ানকে নিয়ে যাওয়া হয় স্টেডিয়াম সংলগ্ন এক হাসপাতালে।

বিস্তারিত আসছে…



Leave a Reply