Babar Azam: লেগস্পিনারদের মোকাবিলায় বাবরের মোক্ষম চাল, ফাঁস করলেন ম্যাচের পর


রবিবারের ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় পাকিস্তানের গেমপ্ল্যান ফাঁস করলেন তিনি।

Image Credit source: Twitter

দুবাই: এশিয়া কাপে তিনটি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। বাবর আজমের ব্যাটে যদিও এখনও তাণ্ডব দেখেনি ক্রিকেট বিশ্ব। নিজের ব্যাট নাই বা চলল। মহম্মদ রিজওয়ান ও মহম্মদ নওয়াজের তাণ্ডবে রবিবার সুপার ফোর-এর ম্যাচে ভারতকে হারিয়ে বাবরের (Babar Azam) মুখে চওড়া হাসি। ভারতকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই প্রশস্ত করে ফেলেছে পাকিস্তানিরা (India vs Pakistan)। যাই হোক রবিবারের ম্যাচে জয় পেয়ে উচ্ছ্বসিত পাকিস্তানের অধিনায়ক। পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় পাকিস্তানের গেমপ্ল্যান ফাঁস করলেন তিনি।

পাক অধিনায়ক জানালেন, পরিস্থিতি অনুযায়ী পরিকল্পনা করেই নওয়াজকে ব্যাটিংয়ে চার নম্বরে তুলে আনা হয়েছিল। বাবরের এই ফাটকা কাজে লেগে গিয়েছে। শুরুটা মন্থর হলেও পরে ঝোড়ো গতিতে ব্যাট করে ১৮২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে পাকিস্তান। অন্তিম ওভারের শেষ বলে এসেছে জয়। বাবরের কথায়, “নওয়াজ ব্যাটিংটা ভালোই করে। ভারত তখন দুই লেগ স্পিনারকে দিয়ে বল করাচ্ছিল। যা দেখে লেগ স্পিনারদের মোকাবিলা করার জন্য নওয়াজকে চার নম্বরে ব্যাট করতে পাঠাই। ওই পদক্ষেপ কাজে লেগে যাওয়ায় আমি খুব খুশি। রিজওয়ান ও নওয়াজের জুটিটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। ওটাই টার্নিং পয়েন্ট। ওরা ভালো খেলল বলেই ম্যাচ আমরা জিততে পারলাম।” রিজওয়ান-নওয়াজ জুটির প্রশংসা করে বাবর বলেন, “বিষয়গুলো সবসময় সাধারণভাবে দেখতে ও রাখতে ভালোবাসি। বিপক্ষ বড় রান তোলা সত্ত্বেও দলের ছেলেরা চাপে পড়েনি। জয়ের জন্য শেষ পর্যন্ত লড়ে গিয়েছে। আগের ম্যাচে হারের কথা মাথায় ছিল না।”

এশিয়া কাপে আটবছর পর ভারতকে হারাতে সক্ষম হল পাকিস্তান। পরিস্থিতি বিচার করে ক্যাপ্টেন বাবরের পরিকল্পনা খেটে যাওয়ায় উচ্ছ্বসিত পাক সমর্থকরা। টুইটারের চলছে বাবর বন্দনা।

Leave a Reply