Arshdeep Singh: সময়ের ব্যবধান হলেও পরিবর্তন কিছুই হয়নি। সে সময় চেতন শর্মাকে খলনায়ক দেখা হয়েছিল, এখন অর্শদীপকে। যে কোনও মানুষের ভুল হতে পারে, এটুকু মেনে নেওয়াই যেন কঠিন।
Image Credit source: TWITTER
নয়াদিল্লি : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ঘটনা বহুল। দু-দলের ক্রিকেটারদের কাছেই নায়ক কিংবা ভিলেন হওয়ার সম্ভাবনা। রবিবার এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ৫ উইকেটে জিতেছে পাকিস্তান। ১৮২ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে অনবদ্য় ব্যাটিং পাকিস্তানের। বিশেষত মহম্মদ রিজওয়ান এবং মহম্মদ নওয়াজ। পাকিস্তানে তাঁরা নায়ক। ভারতের অনেকের কাছে খলনায়ক বনে গিয়েছেন তরুণ অর্শদীপ সিং। তাঁর বোলিং নিয়ে অভিযোগের জায়গা নেই। ১৮ তম ওভারে পাকিস্তানের বিধ্বংসী ব্যাটার আসিফ আলির ক্যাচ ফসকান অর্শদীপ। আসিফ তখনও রানের খাতা খোলেননি। কঠিন লক্ষ্য হলেও ১ বল বাকি থাকতে জেতে পাকিস্তান। সব পারফরম্যান্স ছাপিয়ে যাচ্ছে অর্শদীপকে নিয়ে বিদ্রুপে। ৩৬ বছর আগে ভারত-পাকিস্তান ম্যাচ খলনায়ক বানিয়েছিল বর্তমান দল নির্বাচক প্রধান চেতন শর্মাকে।
রবিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। ৩৬ বছর আগে শারজার মাঠে খেলা হয়েছিল। ছোট মাঠ। ফেন্সিংয়ের সঙ্গেও দূরত্ব কম। ভিআইপি বক্সের টিকিট থাকলে ড্রেসিংরুম দেখা যেত, ক্রিকেটারদের অটোগ্রাফ নেওয়া, ল্যান্ড ফোনের নম্বর কাগজে লিখে ড্রেসিংরুমের সামনে ফেলে দেওয়া কোনও বড় বিষয়ই ছিল না। ভারত-পাকিস্তান ম্যাচে সে সময় খলনায়ক বনেছিলেন চেতন শর্মা। সে সময় ‘কিং অফ শারজা’ জাভেদ মিয়াঁদাদ পাকিস্তানের নায়ক হয়েছিলেন। চেতন শর্মা ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছিলেন। ফুলটস পড়ে। ছয় মেরে ম্যাচ জেতান জাভেদ মিয়াঁদাদ। চেতন শর্মার সেই আক্ষেপ দীর্ঘস্থায়ী হয়েছিল।
অর্শদীপের ক্ষেত্রেও এমনটা হবে না তো? ক্যাচটা খুব কঠিন ছিল তা নয়। উঁচুতে বল, নীচে পজিশন নিয়ে ফেলেছেন অর্শদীপ। বল হাতে পড়েও ফসকে গেল। এমন ক্যাচ হয়তো অহরহ ধরবেন তিনি। রবিবারের মিসটা সেই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। সময়ের ব্যবধান হলেও পরিবর্তন কিছুই হয়নি। সে সময় চেতন শর্মাকে খলনায়ক দেখা হয়েছিল, এখন অর্শদীপকে। যে কোনও মানুষের ভুল হতে পারে, এটুকু মেনে নেওয়াই যেন কঠিন। তাঁর মনে এই ঘটনা গেঁথে থাকলে ঘুরে দাঁড়ানো কঠিন। তাঁর বোলিংয়ে এর প্রভাব পড়লে? তরুণ পেসার হিসেবে স্লগ ওভারে এখনও অবধি অনবদ্য পারফর্ম করে আসছেন। আইপিএলে হোক কিংবা জাতীয় দলের জার্সিতে। পাকিস্তান ম্যাচেও শেষ ওভারে মাত্র ৭ রান নিয়ে অনবদ্য বোলিং করেন। তাঁর ভালো বোলিংয়ের চেয়েও ক্যাচ মিসটাই বড় করে দেখানো হচ্ছে।