বোলিং কম্বিনেশন, মিডল অর্ডার ভাবনা রোহিতদের


India vs Sri Lanka : এশিয়া কাপে পরীক্ষা নিরীক্ষায় বিশ্বকাপের কম্বিনেশনও বেছে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছিলেন, এখানে খুব বেশি পরীক্ষা হবে না। বিশ্বকাপের ভাবনায় শক্তিশালী একাদশ নামানো হবে। বোলিং কম্বিনেশনের পাশপাশি ভারতীয় শিবিরের ভাবনায় মিডল অর্ডার।

Image Credit source: TWITTER

দুবাই : এশিয়া কাপে সুপার (Asia Cup 2022) ফোরের প্রথম ম্যাচেই হার। তাও আবার পাকিস্তানের কাছে। স্বাভাবিক ভাবেই ভারতের কাছে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি চাপের। এরপর বাকি থাকবে আফগানিস্তান। শ্রীলঙ্কা প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছে। ভারত হেরেছে পাকিস্তানের কাছে। ফাইনালের পথে বাধা না সৃষ্টি করতে হলে, ভারতকে জিততেই হবে। অন্য সময় হলে বলা যেত, দুর্বল শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। গ্রুপ পর্বের শেষ ম্যাচ এবং সুপার ফোরের প্রথম ম্য়াচ। রান তাড়ায় অনবদ্য পারফর্ম করেছে শ্রীলঙ্কা। জিতেছেও। ভারতের কাছে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ একেবারেই সহজ হবে না। বরং, বেশ কিছু দিকে ভারত (Team India) পিছিয়েই। তার প্রথম অবশ্যই মানসিকভাবে। পাকিস্তানের বিরুদ্ধে বড় রান করেও হার। বোলিং কম্বিনেশন নিয়ে ভাবতে হবে ভারতীয় শিবিরকে। তেমনই ব্য়াটিংয়ে অনবদ্য শুরুর পরও ২০০-র গণ্ডি ছুঁতে না পারা ভারতের মিডল অর্ডারকে চাপে রাখবে।

ভারতের কাছে ডু অর ডাই ম্যাচ। শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা অবশ্য মনে করছেন না, ভারত চাপে থাকবে। শ্রীলঙ্কা জিতলে ফাইনালের দিকে এক পা এগিয়ে থাকবে। পাকিস্তানের কাছে হারায় বেশ চাপে ভারত। বিশেষত বোলিং নিয়ে ভাবতেই হবে ভারতীয় শিবিরকে। জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেলকে চোটের জন্য পায়নি ভারত। রবীন্দ্র জাডেজাও চোটে ছিটকে যাওয়ায় বোলিং কম্বিনেশন ভাবতে বাধ্য হচ্ছে ভারতীয় শিবির। সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে বোর্ডে যথেষ্ট রান ছিল। দুজন লেগ স্পিনার খেলায় ভারত। প্রথম দিকে রান আটকাতে সফলও হয়েছিলেন দুই লেগ স্পিনার। মহম্মদ নওয়াজের ইনিংস পার্থক্য গড়ে দেয়। ভুবনেশ্বর কুমার, হার্দিক পান্ডিয়া, যুজবেন্দ্র চাহালরা গত ম্য়াচে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। প্রচুর অতিরিক্ত রান দেওয়াটাও চিন্তার বিষয় ভারতের কাছে। জাডেজা না থাকায় গত ম্যাচে একাদশে পরিবর্তন করতে বাধ্য হয়েছিল ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে একাদশে ঢুকতে পারেন বাঁ হাতি স্পিন বোলিং অলরাউন্ডার অক্ষর প্য়াটেল।

এশিয়া কাপে পরীক্ষা নিরীক্ষায় বিশ্বকাপের কম্বিনেশনও বেছে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হেড কোচ রাহুল দ্রাবিড় অবশ্য জানিয়েছিলেন, এখানে খুব বেশি পরীক্ষা হবে না। বিশ্বকাপের ভাবনায় শক্তিশালী একাদশ নামানো হবে। বোলিং কম্বিনেশনের পাশপাশি ভারতীয় শিবিরের ভাবনায় মিডল অর্ডার। বিশেষত ঋষভ পন্থ কিংবা দীনেশ কার্তিকের ভূমিকা কী। পাকিস্তান ম্যাচে ঋষভকে খেলানো হয়। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে ভারতকে ভরসা দিতে ব্যর্থ পন্থ। বাঁ হাতি ব্যাটারের সুবিধা নেওয়ার কথা ভাবলেও গত ম্যাচে ঋষভের পারফরম্যান্স হতাশার। উল্টো দিকে বিরাট কোহলি ইনিংস অ্যাঙ্কর করছেন। একটা জুটি গড়তে হত। প্রথম দু ম্যাচের তুলনায় গত ম্যাচে ওপেনিং জুটি শুরুটা ভালো দিয়েছে। যদিও বড় ইনিংস খেলতে ব্যর্থ দুই ওপেনার লোকেশ রাহুল ও রোহিত শর্মা। বিরাট কোহলি ফর্মে ফিরলেও মিডল অর্ডারে কেউ সঙ্গ দিতে পারেননি। না হলে পাকিস্তান ম্যাচে হয়তো বোর্ডে আরও কিছুটা রান করতে পারত ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে সব ভুল শুধরে জয়ের লক্ষ্য়েই মরিয়া হয়ে নামবেন রোহিতরা।

Leave a Reply