ইংল্যান্ডের (England) জাতীয় দলের হয়ে খেলা প্রথম ভাই-বোন হিসেবে ইতিহাস গড়লেন রিস জেমস (Reece James) ও লরেন জেমস (Lauren James)। ইংল্যান্ডের ডিফেন্ডার রিস চেলসির পুরুষ দলের হয়ে খেলেন। তাঁর বোন লরেনও গত গ্রীষ্মের শেষে ব্লুজদের মহিলা ফুটবল দলে যোগ দিয়েছেন। রিস ২০২০ সাল থেকে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলছেন। লরেন এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ বার সিনিয়র দলেও ডেবিউ হয়ে গেল লরেনের।
Sep 06, 2022 | 7:00 AM
Most Read Stories