ভাই-বোন জুটিতে ইতিহাস ইংল্যান্ডের রিস-লরেনের


ইংল্যান্ডের (England) জাতীয় দলের হয়ে খেলা প্রথম ভাই-বোন হিসেবে ইতিহাস গড়লেন রিস জেমস (Reece James) ও লরেন জেমস (Lauren James)। ইংল্যান্ডের ডিফেন্ডার রিস চেলসির পুরুষ দলের হয়ে খেলেন। তাঁর বোন লরেনও গত গ্রীষ্মের শেষে ব্লুজদের মহিলা ফুটবল দলে যোগ দিয়েছেন। রিস ২০২০ সাল থেকে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলছেন। লরেন এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ বার সিনিয়র দলেও ডেবিউ হয়ে গেল লরেনের।


Sep 06, 2022 | 7:00 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 06, 2022 | 7:00 AM




ইংল্যান্ডের (England) জাতীয় দলের হয়ে খেলা প্রথম ভাই-বোন হিসেবে ইতিহাস গড়লেন রিস জেমস (Reece James) ও লরেন জেমস (Lauren James)। ইংল্যান্ডের ডিফেন্ডার রিস চেলসির পুরুষ দলের হয়ে খেলেন। তাঁর বোন লরেনও গত গ্রীষ্মের শেষে ব্লুজদের মহিলা ফুটবল দলে যোগ দিয়েছেন। (ছবি-টুইটার)

ইংল্যান্ডের (England) জাতীয় দলের হয়ে খেলা প্রথম ভাই-বোন হিসেবে ইতিহাস গড়লেন রিস জেমস (Reece James) ও লরেন জেমস (Lauren James)। ইংল্যান্ডের ডিফেন্ডার রিস চেলসির পুরুষ দলের হয়ে খেলেন। তাঁর বোন লরেনও গত গ্রীষ্মের শেষে ব্লুজদের মহিলা ফুটবল দলে যোগ দিয়েছেন। (ছবি-টুইটার)

রিস জেমস ২০২০ সাল থেকে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলছেন। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ১৩টি ম্যাচে খেলেছেন। লরেন এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ বার সিনিয়র দলেও ডেবিউ হয়ে গেল তাঁর বোন লরেনের। (ছবি-টুইটার)

রিস জেমস ২০২০ সাল থেকে ইংল্যান্ডের সিনিয়র দলের হয়ে খেলছেন। তিনি এখনও পর্যন্ত দেশের হয়ে ১৩টি ম্যাচে খেলেছেন। লরেন এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। এ বার সিনিয়র দলেও ডেবিউ হয়ে গেল তাঁর বোন লরেনের। (ছবি-টুইটার)

লরেন জেমস এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৬টি ম্যাচে খেলে ৬টি গোল করেছেন। অনূর্ধ্ব-১৯ দলে ১১টি ম্যাচে খেলে মাত্র ১টি গোল করেছেন। (ছবি-টুইটার)

লরেন জেমস এর আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৬টি ম্যাচে খেলে ৬টি গোল করেছেন। অনূর্ধ্ব-১৯ দলে ১১টি ম্যাচে খেলে মাত্র ১টি গোল করেছেন। (ছবি-টুইটার)

অস্ট্রিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয়েছে লরেনের। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছে সিংহীরা। (ছবি-টুইটার)

অস্ট্রিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ইংল্যান্ডের জাতীয় দলে অভিষেক হয়েছে লরেনের। ওই ম্যাচে ২-০ গোলে জিতেছে সিংহীরা। (ছবি-টুইটার)

দেশের জার্সিতে সিনিয়র দলে বোনের অভিষেক ম্যাচের পর ছবি শেয়ার করে টুইটারে রিস জেমস লিখেছেন, "ইতিহাস তৈরি হল, তোমার জন্য গর্ব বোধ করছি।" (ছবি-রিস জেমস টুইটার)

দেশের জার্সিতে সিনিয়র দলে বোনের অভিষেক ম্যাচের পর ছবি শেয়ার করে টুইটারে রিস জেমস লিখেছেন, “ইতিহাস তৈরি হল, তোমার জন্য গর্ব বোধ করছি।” (ছবি-রিস জেমস টুইটার)

উল্লেখ্য, ২০১৮ সালে চেলসির সিনিয়র ক্লাবে সই করেছিলেন রিস জেমস। এখনও অবধি তিনি ব্লুজদের হয়ে ৮৭টি ম্যাচে ৭টি গোল করেছেন। সদ্য থমাস তুচেলের দলে নতুন করে ৫ বছরের চুক্তিতে সই করেছেন রিস জেমস। (ছবি-চেলসি টুইটার)

উল্লেখ্য, ২০১৮ সালে চেলসির সিনিয়র ক্লাবে সই করেছিলেন রিস জেমস। এখনও অবধি তিনি ব্লুজদের হয়ে ৮৭টি ম্যাচে ৭টি গোল করেছেন। সদ্য থমাস তুচেলের দলে নতুন করে ৫ বছরের চুক্তিতে সই করেছেন রিস জেমস। (ছবি-চেলসি টুইটার)






Most Read Stories


Leave a Reply