মোহনবাগানকে চিঠি পাঠিয়ে কী বলল আইএফএ?


মোহনবাগান ক্লাবের তরফ থেকে পাল্টা চিঠি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়।

Image Credit source: OWN Photograph

কলকাতা: মোহনবাগান আর আইএফএ (IFA) চিঠি চালাচালি চলছেই। বকেয়া ইস্যুতে আগেই আইএফএকে ডেডলাইন দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan)। এরপর মোহনবাগান ক্লাবে গিয়ে এই ইস্যুতে বৈঠক করেন আইএফএ সচিব। সেপ্টেম্বরের ৫ তারিখ মোহনবাগানকে এই ইস্যুতে জানানোর কথা ছিল আইএফএর। সোমবার মোহনবাগান ক্লাবকে সেই মর্মে চিঠি দিয়ে আইএফএ জানায় ১২ লাখ টাকার চেক সুতারকিন স্ট্রিটে এসে নিয়ে যেতে। মোহনবাগান ক্লাবের তরফ থেকে পাল্টা চিঠি দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া হয়। ২৪ ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকা দেওয়ার কথা জানায় মোহনবাগান।

মঙ্গলবার সারাদিন আইএফএর অপেক্ষায় থাকে মোহনবাগান। রাত সাড়ে ৯টায় মোহনবাগানকে পাল্টা চিঠি পাঠায় আইএফএ। সেখানে আইএফএ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে তাদের পক্ষে আইএফএর অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১২ লাখ টাকা ট্রান্সফার করা সম্ভব নয়। কারণ, ২৪ ঘণ্টার মধ্যে ১২ লাখ টাকা ট্রান্সফারের জন্য সেই ব্যাঙ্ক অনুমতি দেয় না। অ্যাকাউন্ট সুরক্ষার জন্য অত টাকা আইএফএ-র ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখার লিমিট নেই। তাই ১২ লাখ টাকার চেক আইএফএ অফিসে এসে মোহনবাগানকে নিয়ে যাওয়ার কথা বলে বাংলার ফুটবল সংস্থা।

উল্লেখ্য, আইএফএ-র থেকে প্রায় ৬০ লাখ টাকা পায় মোহনবাগান। প্রাপ্য টাকা না পেলে কলকাতা লিগ না খেলার হুঁশিয়ারি দিয়েছিল গঙ্গাপারের ক্লাব। তিনটে কিস্তিতে মোহনবাগানের বকেয়া মেটানোর কথা জানায় আইএফএ। প্রথম কিস্তিতে দু’দফায় টাকা পাঠাবে। প্রথম দফায় ১২ লাখ আর দ্বিতীয় দফায় ৩ লাখ টাকা দেবে আইএফএ।

Leave a Reply