রোগাসোগা চেহারার, সদ্য জাতীয় দলে পা দেওয়া তরুণ পেসার কি এত সমালোচনা আদৌ সহ্য করতে পারবেন? ভয় ছিল অনেকের। অর্শদীপের বাবা যা জানালেন, তাতে হাঁফ ছেড়ে বাঁচবেন সমর্থকদের একাংশ।
Image Credit source: Twitter
নয়াদিল্লি: শর্ট থার্ডম্যানে আসিফ আলির অতি সহজ ক্যাচ ছাড়তেই রে রে করে উঠেছিল দর্শক কূল। ভারতীয় সমর্থকদের মাথায় হাত। এভাবে বেঁচে গিয়ে হতভম্ব পাকিস্তানিরাও (India vs Pakistan)। সেই আসিফ আলি ৮ বলে ১৬ রানের স্বল্প অথচ গুরুত্বপূর্ণ ইনিংস খেলে পাকিস্তানকে জিতিয়ে দিলেন। এশিয়া কাপে (Asia Cup 2022) ভারত-পাকিস্তানের মতো টানটান উত্তেজনার ম্যাচে অর্শদীপের অমন সহজ ক্যাচ ফেলা মোটেও মানতে পারেননি সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ট্রোল। নেটমাধ্যমে রীতিমতো মুণ্ডুপাত চলছে জাতীয় দলের তরুণ পেসারের। মানুষ মাত্রেই ভুল হয়। খারাপ সময়ে অর্শদীপ (Arshdeep Singh) পাশে পেয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি থেকে দলের সতীর্থদের, সমর্থকদের একাংশকে ও বর্তমান, প্রাক্তন ক্রিকেটারদের। রোগাসোগা চেহারার, সদ্য জাতীয় দলে পা দেওয়া তরুণ পেসার কি এত সমালোচনা আদৌ সহ্য করতে পারবেন? ভয় ছিল অনেকের। অর্শদীপের বাবা যা জানালেন, তাতে হাঁফ ছেড়ে বাঁচবেন সমর্থকদের একাংশ।
চলতি বছরের জুলাই মাসে জাতীয় দলে প্রবেশ ২৩ বছরের বাঁ হাতি পেসার অর্শদীপ সিংয়ের। দক্ষিণ আফ্রিকা, আয়ারল্যান্ড সিরিজের জন্য ডাক পেলেও মাঠে নামার সুযোগ পাননি। অবশেষে ৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অভিষেক হয়। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৭টি উইকেট পান। সেবার সিরিজ সেরা হয়েছিলেন এই বাঁ হাতি পেসার। ক্যারিবিয়ান সিরিজে দারুণ পারফরম্যান্সের সুবাদে এশিয়া কাপে সুযোগ। পাকিস্তানের বিরুদ্ধে সুপার ফোর-এর গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে জায়গা পান অর্শদীপ। সেখানেই যত বিপত্তি। একে ভারত-পাকিস্তান ম্যাচ। ভালো পারফরম্যান্স করা মানেই আপনি নায়ক, ভুল করলেই চলবে মুণ্ডুপাত। জয়ের জন্য ১৫ বলে তখন পাকিস্তানের প্রয়োজন ছিল ৩০ রান। রবি বিষ্ণোইয়ের বলে আসিফের ক্যাচ ফেলে দেন অর্শদীপ। পড়ে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে বাজিমাত করে যায় গ্রিন আর্মি। উইকিপিডিয়ায় অর্শদীপকে খালিস্তানির জঙ্গির তকমা সেঁটে দেওয়া হয়!
অনেকেই ভেবেছিলেন, সহজ ক্যাচ ছাড়ায় দলের হার ও লাগাতার সমালোচনায় ভেঙে পড়বেন অর্শদীপ। চিন্তায় পড়ে গিয়েছিলেন অর্শদীপের বাবা-মা দর্শন সিং এবং বলজিৎ কউর। স্টেডিয়ামে বসে এই প্রথমবার ছেলেকে খেলতে দেখেছেন তাঁরা। দিনটা সুখের হয়নি দর্শন-বলজিতের। চণ্ডীগড়ের বিমান ধরার আগে বাইরের হট্টগোল নিয়ে ছেলের সঙ্গে কথা বলেন বলজিৎ। পরে সংবাদমাধ্যমে তিনি বলেন, “ছেলে বলেছে ও এইসব টুইট ও মেসেজ দেখে হেসে উড়িয়ে দিয়েছে। এখান থেকে শুধুমাত্র ইতিবাচক বিষয়টি নিতে চায় সে। এই ঘটনা তাঁকে আরও আত্মবিশ্বাসী করেছে। অর্শদীপকে পুরো ভারতীয় টিম সমর্থন করছে।” তিনি আরও বলেন, “অভিভাবক হিসেবে আমাদের ভীষণ খারাপ লেগেছে। মাত্র ২৩ বছর বয়স ওর। ট্রোল নিয়ে বেশি কিছু বলতে চাই না। কারণ সবার মুখ বন্ধ করা সম্ভব নয়। আর সমর্থকরা না থাকলে আবার কীসের ক্রিকেট?একটা অংশ রয়েছে যাঁরা যেকোনও সময়ে আপনার পাশে থাকবে। অন্যরা একটা হারও সহ্য করতে পারে না। দিনের শেষে জয়ী হবে যে কোনও একটি দল।”