Asia Cup 2022, IND vs SL Live: ভারত-শ্রীলঙ্কা ম্যাচের মঞ্চ প্রস্তুত, জিততেই হবে রোহিতদের


India vs Sri Lanka, Asia Cup 2022 Live Score: শ্রীলঙ্কার কাছে হারলে কার্যত বিদায়, শুধুমাত্র অঙ্কে টিকে থাকবে ভারত।

Image Credit source: OWN Photograph

| Edited By: Dipankar Ghoshal


Sep 06, 2022 | 6:33 PM

LIVE Cricket Score & Updates

  • 06 Sep 2022 06:33 PM (IST)

    হ্যাটট্রিক হবে বিরাটের?

    গত দু-ম্যাচে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। ফর্মে ফিরেছেন বলা যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে অর্ধশতরানের হ্যাটট্রিকে নজর থাকবে।

  • 06 Sep 2022 06:22 PM (IST)

    পিচ কেমন…

    ভারত-পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল, শ্রীলঙ্কার বিরুদ্ধে একই পিচে খেলবে ভারত। মাঠ অনেকটাই বড়। সমস্যা হতে পারে অসমান বাউন্স। পাকিস্তান ম্যাচের পর বিরাট কোহলি জানিয়েছিলেন, পিচ মন্থর। এই ম্যাচে আরও মন্থর হতে পারে। ব্যাটিংয়ে সমস্যা হবে।

    পিচ দেখলেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। একাদশ বাছাই নিয়ে ভাবতে হবে। অশ্বিন, অক্ষরকে একাদশে দেখা যেতে পারে।

দুবাই : এশিয়া কাপে (Asia Cup 2022) সুপার ফোরের প্রথম ম্যাচেই পাকিস্তানের কাছে হার। প্রবল চাপে ভারতীয় শিবির (Team India)। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার (India vs Sri Lanka) বিরুদ্ধে জিততেই হবে। হারলে খুবই কঠিন অঙ্ক ভারতের সামনে। তাতেও ফাইনালে যাওয়ার আশা কার্যত ক্ষীণ। ভারতের কাছে সহজ অঙ্ক, বাকি দুই ম্যাচে জেতা। শ্রীলঙ্কা গত দু-ম্যাচে রান তাড়ায় অনবদ্য পারফর্ম করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ জিততেই হত তাদের। এশিয়া কাপে টানা ছ-ম্যাচ হারের পর প্রথম জয়। সঙ্গে সুপার ফোরও নিশ্চিত করেছিল। সুপার ফোরে প্রথম ম্যাচেই আফগানিস্তানের মতো বিধ্বংসী দলকে হারিয়েছে। পরিকল্পনা বদলে নামতে হবে ভারতীয় দলকে। মিডল অর্ডার এবং বোলিং কম্বিনেশনে রদবদল হতে পারে এই ম্যাচে।

Published On – Sep 06,2022 6:00 PM

Leave a Reply