চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) আপাতত নাম মাত্র টিকে রয়েছে ভারত (India)।
জেনে নিন কখন কীভাবে দেখবেন এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তানের ম্যাচ
দুবাই: চলতি এশিয়া কাপ (Asia Cup 2022) আপাতত নাম মাত্র টিকে রয়েছে ভারত (India)। মেন ইন ব্লুর ফাইনালে ওঠার রাস্তাটা মোটেও সহজ নয়। সুপার ফোরের দুটো ম্যাচে পরপর হেরে গিয়ে বেশ চাপে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। টিম ইন্ডিয়ার সামনে এখন যে অঙ্ক রয়েছে, তা হল — আজ, বুধবার এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানকে (Afghanistan) জিততে হবে। এরপর আগামীকালের ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে ভারতকে। এখানেই শেষ নয়। শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচে দাসুন শানাকাদের জিততে হবে। এতকিছু অঙ্ক মিলে গেলে ভারত এশিয়া কাপে টিকে থাকবে। আর আজ যদি মহম্মদ নবিরা হেরে যান বাবর আজমের দলের বিরুদ্ধে, তা হলে এ বারের মতো ভারতের এশিয়া কাপ যাত্রা শেষ হয়ে যাবে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি কবে হবে?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি আগামীকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) হবে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি কোথায় হবে?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি হবে দুবই আন্তর্জাতিক স্টেডিয়ামে।
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি কখন শুরু হবে?
ভারতীয় সময় অনুসারে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টে নাগাদ টস হবে।
কোথায় দেখা যাবে এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
এশিয়া কাপের সুপার ফোরে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ৩ ও স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি)। মোবাইলে দেখা যাবে হটস্টার অ্যাপ্লিকেশনে। পাশাপাশি এশিয়া কাপে ভারত বনাম আফগানিস্তান ম্যাচটির লাইভ আপডেট পাবেন TV9Bangla ওয়েবসাইটে।
ভারতীয় স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও দীপক চাহার।
আফগানিস্তান স্কোয়াড : মহম্মদ নবি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, আফসার জাজাই, আজমতুল্লা ওমারজাই, ফারিদ আহমেদ, ফজলহক ফারুকি, হসমতুল্লা শাহিদি, হজরতউল্লা জাজাই, ইব্রাহিম জারদান, করিম জানাত, মুজিব উর রহমান, নবীন উল হক, নুর আহমেদ, রহমানুল্লা গুরবাজ, রশিদ খান ও সামিউল্লা শিনওয়ারি।