নেপাল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিশোরী দাবি করেছে, ক্রিকেটার সন্দীপ লামিছানের বড় ভক্ত সে। হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপ চ্যাটে তাদের কথা হত। সন্দীপই প্রথম দেখা করার প্রস্তাব দিয়েছিল বলে দাবি।
Image Credit source: TWITTER
কাঠমাণ্ডু : ক্রিকেট প্রেমীদের জন্য বড় ধাক্কা। প্রতিভাবান ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। নেপালের (Nepal Cricket) তারকা ক্রিকেটার সন্দীপ লামিছানে (Sandeep Lamicchane)। কম সময়ের মধ্যে বিশ্ব ক্রিকেটে পরিচিতি তৈরি করেছেন সন্দীপ। নানা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলেছেন এই লেগ স্পিনার (Leg-Spinner)। এবার অন্য কারণে শিরোনামে সন্দীপ। এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সন্দীপের বিরুদ্ধে। ১৭ বছরের এক কিশোরী কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ স্টেশনে সন্দীপের বিরুদ্ধে মারাত্মক এই অভিযোগ এনেছে। সন্দীপ লামিছানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন। এ বিষয়ে তাঁর কোনও মন্তব্য় পাওয়া যায়নি।
নেপাল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কাঠমাণ্ডু ভ্যালি পুলিশ স্টেশনের প্রধান রবীন্দ্র প্রসাদ ধনুক জানিয়েছেন, সন্দীপের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ নেওয়া হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক বলেন, ‘খুবই গুরুতর এবং স্পর্শকাতর অভিযোগ। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে। তদন্তও শুরু করা হয়েছে।’
Nepal Police starts investigation over alleged rape complaint against Nepali national Cricket team Captain Sandeep Lamichhane, after a minor aged 17 lodged the case, stated Nepal Police in a statement
(Photo courtesy: Sandeep Lamichhane’s Twitter handle) pic.twitter.com/3HK386a6n5
— ANI (@ANI) September 7, 2022
নেপাল সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিশোরী দাবি করেছে, ক্রিকেটার সন্দীপ লামিছানের বড় ভক্ত সে। হোয়াটসঅ্যাপ এবং স্ন্যাপ চ্যাটে তাদের কথা হত। সন্দীপই প্রথম দেখা করার প্রস্তাব দিয়েছিল বলে দাবি। নেপাল পুলিশের রিপোর্ট অনুযায়ী, নেপাল ক্রিকেট টিমের কেনিয়া সফরের আগের দিন, কিশোরীকে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেন সন্দীপ। অনেকটা দেরী হওয়ায় এবং হস্টেলের গেট ৮ টায় বন্ধ হয়ে যায় বলে, ফিরতে পারেনি কিশোরী। কাঠমাণ্ডুর হোটেলে থাকতে হয়। এমনটাই জানা গিয়েছে।
বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় মুখ সন্দীপ। ২০১৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নেন। দু বছর পর আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেট লিগ ডিভিশন ২-এ টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেন নেপালের এই লেগ স্পিনার। নেপালের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সুযোগ পান সন্দীপ। দিল্লি ডেয়ারডেভিলসে (দিল্লি ক্যাপিটাল) খেলেছেন এই লেগ স্পিনার। নেপাল জাতীয় দলের হয়ে ৩০ টি ওয়ান ডে এবং ৪৪ টি টি-টোয়েন্টি খেলেছেন। উইকেট নিয়েছেন যথাক্রমে ৬৯ ও ৮৫ উইকেট।