Rohit Sharma : বোলিং কম্বিনেশন নিয়ে অনেক পরীক্ষা করলেও, কিছু প্রশ্ন এমনিও তোলা যায়। দীপক হুডাকে গত দু ম্যাচে খেলানো হলেও বোলিং করানো হয়নি। পাঁচ বোলারের থিওরিতে ব্যর্থ ভারত। আবেশ খানকে না পাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে, এমনটাই মত রোহিতের।
দুবাই : দ্বিপাক্ষিক সিরিজে অনবদ্য় পারফরম্যান্স। বহুদেশীয় প্রতিযোগিতা হলেই ছন্দপতন। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বেও ভারতীয় দলে এমনটা দেখা গিয়েছিল। রোহিতের নেতৃত্বেও চিত্র বদলায়নি। বিরাটের ক্ষেত্রে একটা বিষয় বলা হত, দ্বিপাক্ষিক সিরিজে একই দলের বিরুদ্ধে বারবার খেলা। পরিকল্পনা গড়ার ক্ষেত্রে কিছুটা হলেও সুবিধা হত। এক সঙ্গে অনেক দলের বিরুদ্ধে পরিকল্পনা গড়ার ক্ষেত্রে সমস্যায় পড়তেন। রোহিতের ক্ষেত্রেও কি তাই? রোহিত শর্মা (Rohit Sharma) নিজেই এর জবাব পরিষ্কার করলেন। বিরাটের ক্ষেত্রে যেটা অনুমান ছিল, রোহিত সেটিই কারণ হিসেবে বর্ণনা করলেন। এশিয়া কাপে প্রায় বিদায় ভারতের। এখন শুধুমাত্র অঙ্কে টিকে ভারত। পাকিস্তান-আফগানিস্তান ম্যাচের পর অঙ্কও হয়তো থাকবে না। এশিয়া কাপ (Asia Cup 2022) না হয় গেল। টি ২০ বিশ্বকাপেও তো প্রতিপক্ষ অনেক। তাহলে পরিকল্পনা হবেই বা কী করে। ভারত অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলছেন, বিশ্বকাপের পরিকল্পনা প্রস্তুত। কিছু পরীক্ষা শুধু বাকি।
সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭৪ রানের লক্ষ্য দিয়েছিল ভারত। একটা সময় মনে হয়েছিল, ম্যাচ জিততেও পারে। ১৯ তম ওভারে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ১৪ রান দেন। তার চেয়েও অস্বস্তির, জোড়া ওয়াইড বল। টানা দ্বিতীয় ম্যাচে স্লগ ওভারে ভুবনেশ্বর কুমারের এই পারফরম্যান্স। প্রশ্ন তুলতে বাধ্য। অধিনায়ক রোহিত শর্মা অবশ্য আড়াল করলেন দলের অভিজ্ঞ পেসারকে। বলছেন, ‘দুটো ম্যাচ হারলেই বিশাল উদ্বেগ করতে হবে, ড্রেসিং রুমে এসব ভাবি না। অভিজ্ঞ প্লেয়াররাও ব্যর্থ হয়। ব্যাটসম্যান, বোলার উভয়ের ক্ষেত্রেই তাই। ভুবি বহু বছর খেলছে। স্লগ ওভারে ভালো পারফর্ম করে জিতিয়েছে। এক-দুটো ম্যাচ দিয়ে ওর পারফরম্য়ান্স বিচার করা যায় না।’
শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের কারণ একদিকে বোলিংয়ের কথা বললেও, ব্যাটিং বিভাগও ডুবিয়েছে এমনটাই মত রোহিতের। পরিষ্কার করলেন, আরও কিছু রান করা উচিত ছিল। রোহিতের মতে, ‘প্রথম পাওয়ার প্লে-তে আমরা ভালো খেলতে পারিনি। তারপর একটু ছন্দ পেয়েছিলাম। বলতে পারি ৭-১২ ওভার দারুণ ব্যাটিং হয়েছে। যে জায়গায় ছিলাম, সুবিধা নেওয়া প্রয়োজন ছিল। যেটা আমরা পারিনি। ব্যাটিংয়ে আমরা প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি, অনেক সময় প্রত্যাশা পূরণ হয় না। মনে হয় ১০-১২ রান কম ছিল। তারপরও বলব, যথেষ্ট রান ছিল। স্পিনাররা আশা জুগিয়েছিল, ম্যাচটা আমরা জিতে শেষ করতে পারিনি।’
অক্টোবরে টি ২০ বিশ্বকাপ। তার জন্য আদৌ কতটা প্রস্তুত ভারত! রোহিত অবশ্য বলছেন, ‘বিশ্বকাপের ৯০-৯৫ শতাংশ দল প্রস্তুত। দু একটা পরিবর্তন হতে পারে। বোলিং কম্বিনেশন নিয়ে অনেক ভেবেছি, পরীক্ষা করেছি। অনেক প্রশ্নেরই উত্তর খুঁজছিলাম, কিছুটা বাকি রয়েছে। দল ঘোষণা অবধি আরও কিছু পরীক্ষা বাকি।’ বোলিং কম্বিনেশন নিয়ে অনেক পরীক্ষা করলেও, কিছু প্রশ্ন এমনিও তোলা যায়। দীপক হুডাকে গত দু ম্যাচে খেলানো হলেও বোলিং করানো হয়নি। পাঁচ বোলারের থিওরিতে ব্যর্থ ভারত। আবেশ খানকে না পাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে, এমনটাই মত রোহিতের।