‘সর্দারজি গদ্দার’! টিম বাসে উঠতে গিয়ে ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ


শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ হারার পর, টিম বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। টিম বাসে ওঠার আগে ফের এক ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ।

‘সর্দারজি গদ্দার’! টিম বাসে উঠতে গিয়ে ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ

Image Credit source: Twitter

দুবাই: ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের রেশ অনেকদিন থেকে যায়। আর এটাই স্বাভাবিক। আবার ওই হাইভোল্টেজ ম্যাচে ভারত হেরে গেলে তো কথাই নেই। সেই ম্য়াচে হারের ক্ষত যেমন ক্রিকেটাররা বয়ে নিয়ে বেড়ান, তেমনই দুই দলের সমর্থকরাও দুঃখে- কষ্টে ফালাফালা হতে থাকেন। আর পাক ম্যাচে হারের কারণটা যদি কোনও ভারতীয় ক্রিকেটার হন, তা হলে তো তিনি বনে যান আসল ‘ভিলেন’। সদ্য যেমনটা হয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার অর্শদীপ সিং (Arshdeep Singh)। বছর ২৩ এর অর্শদীপ এ বারের এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে একটা সহজ ক্যাচ ফেলেছিলেন। সেই ম্যাচে ৫ উইকেটে জিতেছিল গ্রিন আর্মি। আসিফ আলির সেই সহজ ক্যাচ ফস্কানোর জন্য সোশ্যাল মিডিয়ায় অর্শদীপকে নিয়ে রীতিমতো ট্রোলিং শুরু হয়ে যায়। শুধু ট্রোলিংয়ে থেমে থাকেননি নেটিজ়েনরা। উইকিপিডিয়াতেও তাঁকে খালিস্তানি জঙ্গির তকমা এটে দেওয়া হয়েছে। এর মধ্যে মঙ্গলবার সুপার ফোরে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছে ভারত। ম্যাচ শেষে, টিম বাসে ওঠার আগে ফের এক ভারতীয় সমর্থকের নিশানায় অর্শদীপ।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে ম্যাচ হারার পর, টিম বাসে ওঠার জন্য এগিয়ে যাচ্ছিলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। সেই সময় এক ভারতীয় সমর্থক হঠাৎ করেই বলে ওঠেন, “সর্দার এল আর ক্যাচ মিস করল।” এরপরই পঞ্জাবি ভাষায় অর্শদীপকে ওই সমর্থক আরও কিছু বলতে থাকেন। একপ্রকার তার কথা ছিল, ‘সর্দারজি গদ্দার’। যা শুনে রীতিমতো রেগে যান অর্শদীপ। কিন্তু তিনি ওই সমর্থককে পাল্টা কিছু বলেননি। বাসে উঠে বেশ কিছুক্ষণ ওই সমর্থকের দিকে তাঁকিয়ে থাকেন। তাতেই অর্শদীপের রাগের বহিঃপ্রকাশ হয়েছিল। অর্শদীপ উত্তর না দিলেও, সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন ভারত থেকে এশিয়া কাপ কভার করতে যাওয়া এক সাংবাদিক।

ওই সাংবাদিক সঙ্গে সঙ্গে সেই সমর্থককে প্রশ্ন করেন। বেশ খানিকটা রেগে গিয়েই তিনি ওই সমর্থককে জিজ্ঞাসা করেন, “কোথা থেকে এসেছ তুমি? এভাবে কেন বলছ ওকে? ও কে? ভারতের প্লেয়ার তো ও। সম্মান করতে শেখো ভারতের প্লেয়ারকে। এভাবে প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হয়?” ওই সমর্থক খানিকটা ঘাবড়ে যান। তিনি ততক্ষণাৎ ক্ষমা চান। এবং নিরাপত্তাকর্মীরা সেই সমর্থককে বাসের সামনে থেকে সরিয়ে নিয়ে যান। এরপরই উত্তপ্ত পরিস্থিতি দেখে নিরাপত্তাকর্মীরা ওই ভারতীয় সাংবাদিককে জিজ্ঞাসাও করেন, কী হয়েছে। তিনি জানান, ওই সমর্থক ভারতীয় প্লেয়ারকে অপমান করছে। টুইটারে পুরো ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।

এই খবরটিও পড়ুন





Leave a Reply