হালান্ডের জোড়া গোল, জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যান সিটির


সেভিয়াকে তাদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচে ৪ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City)। ইপিএলের পারফরম্যান্স ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। অপর দুটি গোল ফিল ফডেন ও রুবেন দিয়াজের।


Sep 07, 2022 | 2:04 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 07, 2022 | 2:04 PM




সেভিয়াকে (Sevilla) তাদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ 'জি'-এর প্রথম ম্যাচে ৪ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ইপিএলের পারফরম্যান্স ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। অপর দুটি গোল ফিল ফডেন ও রুবেন দিয়াজের। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

সেভিয়াকে (Sevilla) তাদের ঘরের মাঠে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) গ্রুপ ‘জি’-এর প্রথম ম্যাচে ৪ গোলে হারিয়েছে ম্যাঞ্চেস্টার সিটি। ইপিএলের পারফরম্যান্স ধরে রেখে চ্যাম্পিয়ন্স লিগেও প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন আর্লিং হালান্ড। অপর দুটি গোল ফিল ফডেন ও রুবেন দিয়াজের। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ২০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইন ডান দিক থেকে দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ান। সেই সময়ে আর্লিং হালান্ড (Erling Haaland) ছুটে গিয়ে বল জালে জড়িয়ে দিয়ে এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

ম্যাচের ২০ মিনিটের মাথায় কেভিন ডি ব্রুইন ডান দিক থেকে দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ান। সেই সময়ে আর্লিং হালান্ড (Erling Haaland) ছুটে গিয়ে বল জালে জড়িয়ে দিয়ে এগিয়ে দেন ম্যাঞ্চেস্টার সিটিকে। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

 ১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় জোয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

১-০ এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে গুয়ার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটের মাথায় জোয়াও ক্যান্সেলোর পাস থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন ফিল ফডেন (Phil Foden)। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৬৭ মিনিটের মাথায় ফের জাল কাঁপান প্রাক্তন বরুশিয়া প্লেয়ার আর্লিং হালান্ড। নরওয়ের তারকা প্রথম বার ইংল্যান্ডে খেলতে এসে ঝড় তোলা শুরু করে দিয়েছেন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

৬৭ মিনিটের মাথায় ফের জাল কাঁপান প্রাক্তন বরুশিয়া প্লেয়ার আর্লিং হালান্ড। নরওয়ের তারকা প্রথম বার ইংল্যান্ডে খেলতে এসে ঝড় তোলা শুরু করে দিয়েছেন। (ছবি-ম্যাঞ্চেস্টার সিটি টুইটার)

 সংযুক্ত সময়ে (৯০+২ মিনিট) জোয়াও ক্যান্সেলোর বাড়ানো পাস থেকে বল জালে জড়িয়ে দিয়ে স্কোরলাইন ৪-০ করেন রুবেন দিয়াজ (Ruben Dias)। (ছবি-টুইটার)

সংযুক্ত সময়ে (৯০+২ মিনিট) জোয়াও ক্যান্সেলোর বাড়ানো পাস থেকে বল জালে জড়িয়ে দিয়ে স্কোরলাইন ৪-০ করেন রুবেন দিয়াজ (Ruben Dias)। (ছবি-টুইটার)






Most Read Stories


Leave a Reply