এমনিতে, নেতৃত্ব ইস্যুতে বিরাটের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে আগেই। তার মধ্যেই বিরাটের দাবি নতুন করে দুই পক্ষের মনোমালিন্য প্রকাশ্যে এনে ফেলেছে।
Image Credit source: Twitter
নয়াদিল্লি: বিরাট কোহলিকে (Virat Kohli) ঘিরে বিতর্ক থামার কোনও লক্ষণই নেই! রানে থাকুন আর না-ই থাকুন, আলোচনার কেন্দ্রে তিনিই যে থাকবেন, এ নিয়ে কোনও সন্দেহ নেই। পাকিস্তানের (India vs Pakistan) বিরুদ্ধে এশিয়া কাপের (Asia Cup 2022) সুপার ফোরের ম্যাচে দুরন্ত ৬০ রানের ইনিংস খেলেছেন। অনেক দিন পর আবার ছন্দে দেখা গিয়েছে তাঁকে। আর তার পরই নতুন বিতর্ক তুলে দিয়েছেন বিরাট। পাক ম্য়াচের পর প্রেস মিটে এসে যা বলেছেন, তা নিয়ে রীতিমতো চটেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এমনিতে, নেতৃত্ব ইস্যুতে বিরাটের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছে আগেই। তার মধ্যেই বিরাটের দাবি নতুন করে দুই পক্ষের মনোমালিন্য প্রকাশ্যে এনে ফেলেছে।
বিরাট বলেছেন, টেস্ট নেতৃত্ব ছাড়ার সময় তাঁকে একমাত্র মেসেজ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। কেউই তাঁর সঙ্গে যোগাযোগ করেননি। বিরাটের এই মন্তব্যের পরই আলোচনা শুরু হয়ে যায়, তা হলে কি বোর্ডের তরফে বিরাটের সঙ্গে কোনও কথাই বলা হয়নি? ক্যাপ্টেন বিরাটের সঙ্গে বোর্ডের সম্পর্ক যে তলানিতে পৌঁছেছিল, তার প্রমাণ পাওয়া গিয়েছিল আগেই। তারই জের কি টেস্ট ক্যাপ্টেন্সির সময় দেখা গিয়েছিল? বিরাটের মন্তব্য ঘিরে ফের তৈরি হয়েছে নতুন বিতর্ক। যার জবাবও দিচ্ছেন বোর্ডের কেউ কেউ। স্পষ্ট ভাষায় বলা হচ্ছে, বিরাট যা দাবি করছেন, তা ঠিক নয়। টিম থেকে শুরু করে বোর্ড, সব সময় তাঁর পাশে থাকা হয়েছে।
বোর্ডের এক শীর্ষ কর্তা বলছেন, ‘ওকে সাপোর্ট করা হয়নি বলে যে দাবি বিরাট করছে, সেটা কোনও ভাবেই সত্যি নয়। ওর টিমমেট থেকে শুরু করে বিসিসিআই, সবাই বিরাটের পাশে ছিল। যাতে ও আবার নিজের ছন্দে ফিরতে পারে। ওকে ঘনঘন বিশ্রাম দেওয়া হয়েছে। টেস্ট ক্যাপ্টেন্সি যখন ছেড়েছিল, তখন বোর্ডের সবাই ওকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিল। তাই, ও কি বলছে, সেটা বুঝতেই পারছি না।’
বোর্ডের সঙ্গে বিরাটের সম্পর্ক তলানিতে পৌঁছেছে, তাও মানতে নারাজ ওই কর্তা। তাঁর কথায়, ‘বিরাট আর বোর্ডের মধ্যে কোনও সমস্যা নেই। ভারতীয় ক্রিকেটে ওর অবদানকে সবাই সম্মান করে। তিন ফর্ম্যাটেই ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমরা শুধু এটা চাই যে, বিরাট যেন নিয়মিত রান পায়। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় এটাই আমরা চাইব।’