উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা বড় জয় দিয়েই করল বার্সেলোনা। গ্রুপ-সি এর প্রথম ম্যাচে ক্যাম্প ন্যু-তে ভিক্টোরিয়া প্লজেনকে ৫-১ হারাল কাতালান ক্লাবটি। বার্সার হয়ে হ্যাটট্রিক পোলিশ সুপারস্টার রবার্ট লেওয়ানডস্কির। জাভির দলের হয়ে অপর দুটি গোল ফ্রাঙ্ক কেসিয়ে ও ফেরান তোরেস। ভিক্টোরিয়ার হয়ে একমাত্র গোলটি করেন জান সাইকোরা।
Sep 08, 2022 | 1:44 PM
Most Read Stories