Bayern vs Inter: ইন্টারের মাঠে বায়ার্নের জয়ের দিন উজ্জ্বল সানে


বুন্দেশলিগায় টানা দুটি ম্যাচে ড্র। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলানের মাঠে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে তারা।


Sep 08, 2022 | 2:06 PM

| Edited By: Tithimala Maji

Sep 08, 2022 | 2:06 PM




বুন্দেশলিগায় টানা দুটি ম্যাচে ড্র। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলানের মাঠে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে তারা। (ছবি:টুইটার)

বুন্দেশলিগায় টানা দুটি ম্যাচে ড্র। বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলানের মাঠে প্রতিপক্ষকে ২-০ গোলে হারিয়েছে তারা। (ছবি:টুইটার)

লেরয় সানের দারুণ মুভমেন্টে ইন্টারের বিরুদ্ধে বায়ার্নের এই মসৃণ জয়। তিন পয়েন্ট পকেটে পুরেছে জার্মান জায়ান্টরা।(ছবি:টুইটার)

লেরয় সানের দারুণ মুভমেন্টে ইন্টারের বিরুদ্ধে বায়ার্নের এই মসৃণ জয়। তিন পয়েন্ট পকেটে পুরেছে জার্মান জায়ান্টরা।(ছবি:টুইটার)

সান সিরো স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে জোশুয়া কিমিচের পাস থেকে অনবদ্য গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে।(ছবি:টুইটার)

সান সিরো স্টেডিয়ামে ম্যাচের ২৫ মিনিটে জোশুয়া কিমিচের পাস থেকে অনবদ্য গোল করে বায়ার্নকে এগিয়ে দেন লেরয় সানে।(ছবি:টুইটার)

দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ৬৬ মিনিট ইন্টারের অধিনায়ক ড্যানিয়েল ডি অ্যামব্রোসিওর গায়ে বল লেগে জালে জড়িয়ে যায়। সেটিতেও সানের ভূমিকা অনবদ্য। (ছবি:টুইটার)

দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ৬৬ মিনিট ইন্টারের অধিনায়ক ড্যানিয়েল ডি অ্যামব্রোসিওর গায়ে বল লেগে জালে জড়িয়ে যায়। সেটিতেও সানের ভূমিকা অনবদ্য। (ছবি:টুইটার)

বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি ইন্টার মিলান। আগামী ২ নভেম্বর ফিরতি লেগে অ্যালিয়েঞ্জ এরিনায় মুখোমুখি হবে দুটি দল।(ছবি:টুইটার)

বাকি সময়ে ম্যাচে ফিরতে পারেনি ইন্টার মিলান। আগামী ২ নভেম্বর ফিরতি লেগে অ্যালিয়েঞ্জ এরিনায় মুখোমুখি হবে দুটি দল।(ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply