US Open 2022: ফেডেরারের মতো খেলার ধরন, আদর্শ নাদাল; যুক্তরাষ্ট্র ওপেনে চমক ১৯ বছরের টেনিস সেনসেশনের


বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে আলকারেজের প্রতিপক্ষ ছিলেন প্রতিযোগিতার ১১তম বাছাই জানিক সিনার। পিছিয়ে পড়েও পাঁচ সেটের ম্যাচে অনবদ্য কামব্যাকে শেষ হাসি হাসেন ১৯ বছরের আলকারেজ (Carlos Alcaraz)।

Image Credit source: Twitter

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্র ওপেনের (US Open) সেমিফাইনালে টেনিস জগতের টিনএজ সেনসেশন কার্লোস আলকারেজ। ইউএস ওপেনের ইতিহাসে ম্য়ারাথন ম্যাচ জিতে নজির গড়লেন রাফায়েল নাদালের দেশের বর্তমান প্রজন্মের টেনিস খেলোয়াড়। বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে আলকারেজের প্রতিপক্ষ ছিলেন প্রতিযোগিতার ১১তম বাছাই জানিক সিনার। পিছিয়ে পড়েও পাঁচ সেটের ম্যাচে অনবদ্য কামব্যাকে শেষ হাসি হাসেন ১৯ বছরের আলকারেজ (Carlos Alcaraz)। স্প্যানিশ টেনিস তারকা পক্ষে আর্থার অ্যাশ স্টেডিয়ামে পাঁচ সেটের থ্রিলারের ফলাফল ৬-৩, ৬-৭ (৭-৯), ৬-৭(০-৭), ৭-৫, ৬-৩। এই প্রথম কোনও গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে পা রাখলেন তিনি। চলতি বছরে চারটি গ্র্যান্ড স্লামেই অংশ নিয়েছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড থেকে বাদ পড়েন। ফরাসি ওপেনে একধাপ এগিয়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছান কার্লোস আলকারেজ গারফিয়া। এরপর উইম্বলডনের ঘাসের কোর্টে চতুর্থ রাউন্ড পর্যন্ত এগোতে পেরেছিলেন। টিনএজ টেনিস (Tennis) সেনসেশন লাগাতার প্রচেষ্টায় অবশেষে গ্র্যান্ড স্লামের সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে সক্ষম হলেন। ফ্যাব থ্রি-র অনুপস্থিতিতে এবারের ইউএস ওপেন জয়ের অন্যতম দাবিদার ধরা হচ্ছে তাঁকেই।

ইউএস ওপেনের সেমিফাইনালে ওঠার পর কার্লোস আলকারেজ গারফিয়ার পরিচয় নিয়ে আগ্রহ বেড়েছে। এই বয়সেই সিঙ্গলসে বিশ্ব ক্রমতালিকার চতুর্থ স্থানে অবস্থান কার্লোসের। TV9 Bangla খুঁজে দেখল টেনিস বিশ্বের বর্তমান সেনসেশনের ব্যাকগ্রাউন্ড। কার্লোস আলকারেজের সাফল্যের চেয়েও তাঁর বয়স অবাক হওয়ার মতো। ১৯ বছরে দুটি মাস্টার্স ১০০০ টুর্নামেন্ট (মিয়ামি এবম মাদ্রিদ) জিতেছেন। গত মে মাসে ১৯তম জন্মদিনে মাদ্রিদ ওপেনে ক্যামেরন নরিকে হারিয়ে নিজেকেই উপহার দিয়েছিলেন। এরপর দুরন্ত আলকারেজের শিকার হন রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ ও আলেকজান্ডার জেভরেভ। সিঙ্গল ক্লে কোর্ট টুর্নামেন্টে নাদাল ও জকোভিচের মতো দুই টেনিস কিংবদন্তিকে হারানোর নজির আর কারও নেই।

আজকের আলকারেজকে চিনতে হলে পিছিয়ে যেতে হবে অতীতে। স্পেনের একটি গ্রাম এল পালমারে ২০০৩ সালে জন্ম। টেনিসের পরিবেশে বেড়ে ওঠা। টেনিস ক্লাবের প্রথম সদস্য ছিলেন আলকারেজের দাদু। তিনি একটি টেনিস অ্যাকাডেমিও চালান। ছোট থেকে নাদালকে রোল মডেলকে করে বড় হয়েছেন। নাদাল ২০০৫ সালে যখন প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন তখন কার্লোসের বয়স মাত্র দু’বছর। কিংবদন্তি নাদালের সঙ্গে নিজের তুলনা পছন্দ করেন না। নিজের লক্ষ্য সম্পর্কে ছোট থেকেই খুব স্পষ্ট কার্লোস। প্রাক্তন ১ নম্বর টেনিস তারকা ও দু’বারের অলিম্পিক চ্যাম্পিয়ন জুয়ান কার্লোস ফেরারোর কাছে টেনিসের প্রশিক্ষণ নেন।

Leave a Reply