এক নম্বর স্বোয়াতেকের তৃতীয় গ্র্যান্ড স্লাম, ফ্লাশিং মিডোয় প্রথম


Iga Swiatek: কেরিয়ারে তৃতীয় মেজর ট্রফি হলেও, যুক্তরাষ্ট্র ওপেনে এটিই প্রথম। এ বছর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা। ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন।

জয়ের আনন্দে আত্মহারা ইগা স্বোয়াতেক।

Image Credit source: TWITTER

TV9 Bangla Digital

| Edited By: Dipankar Ghoshal

Sep 11, 2022 | 4:05 AM




নিউ ইয়র্ক : ঘটনা বহুল যুক্তরাষ্ট্র ওপেন। এখনও টুর্নামেন্ট শেষ হয়নি। তবে মেয়েদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন পাওয়া গেল কিছুক্ষণ আগেই। তিউনিশিয়ার অনস জাবেউরকে স্ট্রেট সেটে হারিয়ে কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা স্বোয়াতেক। পোল্যান্ডের এই তরুণী বিশ্ব ক্রমতালিকায় এক নম্বরে। কেরিয়ারে তৃতীয় মেজর ট্রফি হলেও, যুক্তরাষ্ট্র ওপেনে এটিই প্রথম। এ বছর দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন ইগা। ফরাসি ওপেনেও চ্যাম্পিয়ন হয়েছিলেন। ইগার চ্যাম্পিয়ন হওয়া, কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের অবসর, সব দিক থেকেই স্মরণীয় হয়ে থাকল এবারের যুক্তরাষ্ট্র ওপেন।

বিস্তারিত আসছে…

Leave a Reply