এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ম্যাচে বহু প্রতিক্ষীত সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। ম্যাচের পর একজন পাকিস্তানি ফ্যানকে বিশেষ উপহার দিলেন কোহলি। তাঁকে কেউ এক কোটি টাকা দিতে চাইলেও অমূল্য উপহার বেচবেন না বলে জানিয়েছেন সেই ফ্যান।
Image Credit source: Twitter
দুবাই: সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপ (Asia Cup 2022) খেলতে গিয়ে পাকিস্তানি অনুরাগীদের প্রচুর ভালোবাসা পেয়েছেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। প্রতিবেশী দেশে তাঁর যে হাজার হাজার অনুরাগী তা বোঝা গিয়েছে এই টুর্নামেন্টেই। বিরাটের ব্যাটিং ছাড়াও তাঁর ব্যবহার আপ্লুত করেছে পাক সমর্থকদের। সেলফির অনুরোধ এলেই হাসিমুখে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তারই মধ্যে বৃহস্পতিবার আফগানিস্তানের বিরুদ্ধে বিরাটের ব্যাটে এসেছে সেঞ্চুরি। টি-২০ ফরম্যাটে এই প্রথম সেঞ্চুরি হাঁকালেন কোহলি। বিশ্বজুড়ে কোহলির অনুরাগীরা যে দিনটার অপেক্ষা করছিলেন এশিয়া কাপে সেই অপেক্ষার অবসান ঘটেছে।
সেঞ্চুরির পর দারুণ মেজাজে ছিলেন বিরাট। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বসে খোশমেজাজে সাক্ষাৎকার দিয়েছেন। রোহিতের শুদ্ধ হিন্দি নিয়ে হাসি ঠাট্টা করেছেন। তাঁর ঘুরে দাঁড়ানোর পিছনে স্ত্রী অনুষ্কা শর্মার অবদান কতটা তা নির্দ্বিধায় বলে দিয়েছেন। উল্লেখ করেন মেয়ে ভামিকার কথা। আফগান ম্যাচের পর কোহলির অটোগ্রাফ নেওয়া, তাঁর সঙ্গে সেলফি তোলার ধুম বেড়ে যায়। পাকিস্তানের একজন অনুরাগীকে তাঁর ব্যাটে অটোগ্রাফ দেন বিরাট। মুহূর্তটিকে স্বপ্নের মতো মনে হচ্ছে ওই ফ্যানের। প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ পেলেন তাও আবার বিরাটের ব্যাটে বহুদিন যাবৎ সেঞ্চুরি আসার পর। ওই বিরাট অনুরাগী ব্যাটটিকে কাছছাড়া করছেন না মোটেও। বলেছেন, “আমার হাতে যে ব্যাট দেখছেন, এটি বিরাট ভাইয়া সই করে আমাকে গিফট দিয়েছেন। আমি ভীষণ ভাগ্যবান। উনি আজকেই সেঞ্চুরি করলেন। আমি সেদিনই অটোগ্রাফ পেলাম। আমিও ওনাকে উপহার দিয়েছি। বিরাট সেটা রেখে দিয়েছেন।”
অটোগ্রাফ পেতেই ব্যাটের খরিদ্দারও জুটে যায়। অনেকেই ব্যাট কিনে নিতে চাইছিলেন ওই ব্যক্তির কাছ থেকে। একজন ৪-৫ হাজার দিরহম দিয়ে কিনে নেওয়ার প্রস্তাব দেন। ১ দিরহম মানে ২২ টাকার মতো। রাজি হননি ওই ফ্যান। সাফ বলে দেন, “একজন আমাকে ৪-৫ হাজার দিরহম দিয়ে ব্যাটটি কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। আমি তো এটা বেচব না। কেউ আমাকে পাঁচ লাখ দিরহম (১.০৮ কোটি টাকা) দিলেও এই উপহার বিক্রি করব না।”