মোহনবাগানের খেলা নিয়ে জট অব্যাহত, ফের আইএফএ-কে চিঠি সবুজ-মেরুনের


Mohun Bagan: দলে ২৫ জন ফুটবলারকে নথিভুক্ত করা হয়েছে। জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন ৯ ফুটবলার। বাকি ১৬ জন ফুটবলারের মধ্যে ৬ জন বিদেশি। কলকাতা লিগে ৪ বিদেশি রেজিস্ট্রেশন করার নিয়ম।

Image Credit source: TWITTER

কলকাতা : মোহনবাগান, আইএফএ (IFA) আর কলকাতা লিগ। জট কিছুতেই কাটছে না। চলছে চিঠি চালাচালি। বকেয়া ইস্যুতে এর আগে আইএফএ-কে বারবার চিঠি দেয় মোহনবাগান (Mohun Bagan)। সেই সমস্যা কিছুটা হলেও মিটেছে। আইএফএ-র কাছে প্রায় ৬০ লাখ টাকা বকেয়া ছিল সবুজ-মেরুনের। প্রথম কিস্তির প্রথম দফায় ১২ লাখ টাকা মোহনবাগানকে দিয়েছে আইএফএ। বাকি ৩ লাখ টাকা ২৫ তারিখের মধ্যে মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে রাজ্য ফুটবল সংস্থা। জানুয়ারি আর মে-মাসে বাকি দুটো কিস্তিতে মোহনবাগানের বকেয়া মেটাবে আইএফএ। বকেয়া ইস্যুতে আইএফএ পদক্ষেপ না নিলে কলকাতা লিগ ( CFL) না খেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল মোহনবাগান। সেই জট কিছুটা কাটলেও, সবুজ-মেরুনের কলকাতা লিগ খেলা নিয়ে ফের নতুন করে তৈরি হল ধোঁয়াশা। খোঁজ নিল TV9Bangla

জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন মোহনবাগানের ৯ ফুটবলার। এরপরই নতুন করে দেখা দিয়েছে সমস্যা। ২৪ আর ২৬ তারিখ ভিয়েতনামে দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারত। ২৪ তারিখ সিঙ্গাপুর আর ২৬ তারিখ ভিয়েতনামের মুখোমুখি হবে ইগর স্টিম্যাচের ছেলেরা। কলকাতাতেই শিবিরের পর ভিয়েতনাম উড়ে যাবে ভারতীয় দল। ফ্রেন্ডলি ম্যাচ খেলে ২৮ তারিখ দেশে ফিরবেন ফুটবলাররা। জাতীয় দলের স্কোয়াড ঘোষণার পরদিনই আইএফএ-কে চিঠি এটিকে মোহনবাগানের।

এটিকে মোহনবাগানের অন্যতম কর্তা বিনয় চোপড়ার সই করা সেই চিঠিতে সবুজ-মেরুন জানিয়েছে, তাদের দলে ২৫ জন ফুটবলারকে নথিভুক্ত করা হয়েছে। জাতীয় দলের শিবিরে ডাক পেয়েছেন ৯ ফুটবলার। বাকি ১৬ জন ফুটবলারের মধ্যে ৬ জন বিদেশি। কলকাতা লিগে ৪ বিদেশি রেজিস্ট্রেশন করার নিয়ম। বাকি ১৪ জনের মধ্যে ৩ জন গোলকিপার। ২১ থেকে ২৮ তারিখ পর্যন্ত অধিকাংশ ফুটবলারকেই পাবে না মোহনবাগান। এই অবস্থায় কী ভাবে কলকাতা লিগ খেলা সম্ভব, তা জানতেই আইএফএ-কে চিঠি এটিকে মোহনবাগানের। ১০ অক্টোবর আইএসএলের প্রথম ম্যাচ সবুজ-মেরুনের।

চিঠি পাওয়ার পর আইএফএ কী ভূমিকা নেয় সেটাই এখন দেখার। এ দিকে শনিবার থেকে সোমবার পর্যন্ত সবুজ-মেরুনের অনুশীলনে ছুটি দেওয়া হয়েছে।

Leave a Reply