ম্যাচ চলাকালীন পকেটে মোবাইল নিয়ে ঘুরলেন নাসিম শাহ! দেখুন ভাইরাল ভিডিও


এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে লাইমলাইটে চলে আসেন পাক ক্রিকেট টিমের নয়া তারকা নাসিম শাহ (Naseem Shah)।

Asia Cup 2022: ম্যাচ চলাকালীন পকেটে মোবাইল নিয়ে ঘুরলেন নাসিম শাহ! দেখুন ভাইরাল ভিডিও

Image Credit source: Twitter

দুবাই: এশিয়া কাপের (Asia cup 2022) সুপার ৪-এর টানটান উত্তেজনা পূর্ণ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকিয়ে লাইমলাইটে চলে আসেন পাক ক্রিকেট টিমের নয়া তারকা নাসিম শাহ (Naseem Shah)। এ বার সেই নাসিম শাহের একখানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে নাসিমের হাতে রয়েছে অনেকগুলি মোবাইল। অবাক করার মতো ঘটনা হল এই যে, সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তানের ম্যাচ চলাকালীন নাসিমের হাতে মোবাইল ফোন দেখা গিয়েছিল। আসলে, পাকিস্তান এই ম্যাচের আগেই ফাইনালে পৌঁছে যাওয়ায় নাসিম শাহকে বিশ্রাম দিয়েছিল। যার ফলে ম্যাচ চলাকালীন তিনি, বাউন্ডারি লাইনের বাইরে দাঁড়িয়ে সমর্থকদের সঙ্গে কথা বলছিলেন।

সমর্থকদের কাছ থেকে মোবাইল চাইলেন নাসিম শাহ

টুইটারে নাসিমের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে দর্শকরা তাঁর নাম ধরে ডাকছেন। এরপর তিনি দর্শকদের কাছ থেকে মোবাইল চাইছেন। ২-৩ জন সমর্থক তাঁর দিকে মোবাইল ছুড়ে দেন। তা নিয়েই তিনি তাদের থামতে বলেন। এরপরও তাঁকে আরও মোবাইল দেন কয়েকজন সমর্থক। সেগুলি নিয়ে তিনি পকেটে পুরে ফেলেন। তারপর হাঁটতে থাকেন। নাসিমের এক হাতে কয়েকটি মোবাইল ও এক হাতে জলের বোতল দেখা গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, ইনিংস ব্রেকে সেলফি তোলার পর সেই মোবাইলগুলি ফেরত দিয়েছেন নাসিম।

অপর একটি ভিডিওতে দেখা যায়, নাসিমের দিকে কোনও কোনও সমর্থক বল, পেন এবং টুপি ছুড়ছেন। তিনি তখন হাতে থাকা মোবাইলগুলি মাটিতে রেখে দিয়ে সেই বল তুলে নিয়ে তাতে অটোগ্রাফ দিয়ে দেন। পাকিস্তানের এই তরুণ ক্রিকেটার অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা লাভ করেছেন, তা বলার আর অপেক্ষা রাখে না।

এই খবরটিও পড়ুন



ম্যাচ চলাকালীন ফোন ব্যবহার নিষিদ্ধ

আসলে আইসিসির নিয়ম অনুযায়ী ড্রেসিংরুম, খেলার মাঠে মোবাইল ফোন, যোগাযোগের সরঞ্জাম ব্যবহার করা নিষিদ্ধ। প্লেয়ার বা ম্যাচ অফিসিয়াল এলাকায় এটি নিষিদ্ধ। ২০১৮ সালে, আইসিসি একই কারণে পাকিস্তানকে সতর্ক করেছিল। কারণ লর্ডস টেস্টের সময় কয়েকজন প্লেয়ারকে স্মার্টওয়াচ পরেছিল। শুধু তাই নয়, পাকিস্তান সুপার লিগের সময় ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার নিয়ে তোলপাড় হয়েছিল। এমতাবস্থায়, ম্যাচ চলাকালীন নাসিম শাহর মোবাইল নিয়ে যাওয়াটা অনেকেই ভালো চোখে দেখছেন না।



Leave a Reply