আলকারাজ নাকি রুড, কে হবেন ইউএস ওপেনের নয়া চ্যাম্পিয়ন?


বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে নতুন চ্যাম্পিয়ন পাবে টেনিস বিশ্ব। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে এ বার মুখোমুখি হতে চলেছেন স্পেনের কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) এবং নরওয়ের ক্যাসপার রুড (Casper Ruud)। যিনিই চ্যাম্পিয়ন হোন না কেন, তাঁর ভাগ্যে জুটবে প্রথম গ্র্যান্ড স্লাম।


Sep 11, 2022 | 6:45 AM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 11, 2022 | 6:45 AM




বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে নতুন চ্যাম্পিয়ন পাবে টেনিস বিশ্ব। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে এ বার মুখোমুখি হতে চলেছেন স্পেনের কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) এবং নরওয়ের ক্যাসপার রুড (Casper Ruud)। যিনিই চ্যাম্পিয়ন হোন না কেন, তাঁর ভাগ্যে জুটবে প্রথম গ্র্যান্ড স্লাম। (ছবি-ইউএস ওপেন টুইটার)

বছরের শেষ গ্র্যান্ড স্লাম থেকে নতুন চ্যাম্পিয়ন পাবে টেনিস বিশ্ব। পুরুষদের সিঙ্গলসের ফাইনালে এ বার মুখোমুখি হতে চলেছেন স্পেনের কার্লোস আলকারাজ (Carlos Alcaraz) এবং নরওয়ের ক্যাসপার রুড (Casper Ruud)। যিনিই চ্যাম্পিয়ন হোন না কেন, তাঁর ভাগ্যে জুটবে প্রথম গ্র্যান্ড স্লাম। (ছবি-ইউএস ওপেন টুইটার)

আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ফ্রান্সেস তিয়াফোকে ৬-৭ (৬), ৬-৩, ৬-১, ৬-৭ (৫), ৬-৩ হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছেন আলকারাজ। (ছবি-ইউএস ওপেন টুইটার)

আর্থার অ্যাশ স্টেডিয়ামে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে ফ্রান্সেস তিয়াফোকে ৬-৭ (৬), ৬-৩, ৬-১, ৬-৭ (৫), ৬-৩ হারিয়ে ফাইনালের টিকিট পাকা করেছেন আলকারাজ। (ছবি-ইউএস ওপেন টুইটার)

অপর সেমিফাইনালে কারেন কাশানভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ হারিয়ে ফাইনালে ওঠেন নরওয়ের ক্যাসপার রুড। (ছবি-ইউএস ওপেন টুইটার)

অপর সেমিফাইনালে কারেন কাশানভকে ৭-৬ (৭-৫), ৬-২, ৫-৭, ৬-২ হারিয়ে ফাইনালে ওঠেন নরওয়ের ক্যাসপার রুড। (ছবি-ইউএস ওপেন টুইটার)

২০১৯ সালে রাফায়েল নাদালের পর, দ্বিতীয় স্প্যানিশ টেনিস প্লেয়ার হিসেবে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছেন কার্লোস আলকারাজ। (ছবি-ইউএস ওপেন টুইটার)

২০১৯ সালে রাফায়েল নাদালের পর, দ্বিতীয় স্প্যানিশ টেনিস প্লেয়ার হিসেবে ইউএস ওপেনের ফাইনালে পৌঁছেছেন কার্লোস আলকারাজ। (ছবি-ইউএস ওপেন টুইটার)

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন ক্যাসপার রুড। রাফায়েল নাদালের পর রুড হলেন দ্বিতীয় টেনিস প্লেয়ার, যিনি ২০২২ সালে দু'টি গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছেছেন। (ছবি-ইউএস ওপেন টুইটার)

চলতি বছরে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠলেন ক্যাসপার রুড। রাফায়েল নাদালের পর রুড হলেন দ্বিতীয় টেনিস প্লেয়ার, যিনি ২০২২ সালে দু’টি গ্র্যান্ড স্লামের ফাইনালে পৌঁছেছেন। (ছবি-ইউএস ওপেন টুইটার)






Most Read Stories


Leave a Reply