কাপ দখলের শেষ লড়াইয়ে টসে জিতে শানাকাদের ব্যাটিংয়ে পাঠালেন বাবর


ফাইনালে টসে জিতে শুরুতে শানাকাদের ব্যাটিং করতে পাঠালেন গ্রিন আর্মির নেতা বাবর।

এশিয়া কাপের ফাইনালে আজ মুখোমুখি পাকিস্তান ও শ্রীলঙ্কা

Image Credit source: Twitter

দুবাই: রবিরাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এ বারের এশিয়া কাপের (Asia Cup 2022) শেষ লড়াই। ফাইনালে মুখোমুখি বাবর আজমের পাকিস্তান (Pakistan) এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা (Sri Lanka)। রবিবাসরীয় মেগা ম্যাচে টসে জিতলেন পাক অধিনায়ক বাবর। ফাইনালে টসে জিতে শুরুতে শানাকাদের ব্যাটিং করতে পাঠালেন গ্রিন আর্মির নেতা বাবর। পাক দলে দুই পরিবর্তন। অন্যদিকে শ্রীলঙ্কা অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে। টসে জিতে বাবর বলেন, “আমরা অনেকটা আত্মবিশ্বাস নিয়েই নামতে চলেছি। একটা দল হিসেবে আমরা ফাইনালে পৌঁছতে চেয়েছিলাম এবং এ বার ফাইনালে জিততে চাই। দল হিসেবে, আমরা খুব ভালো খেলেছি। প্রতিটা ম্যাচেই আমরা একজন নতুন ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছি। সকলেই ভালো খেলেছে। কারও কোনও চোট নেই। উসমান ও হাসানের জায়গায় শাদাব ও নাসিম ফিরে এসেছে।”

টসে হেরে গিয়ে প্রথমে ব্যাটিং করতে হবে শ্রীলঙ্কাকে। টসের পর লঙ্কান অধিনায়ক শানাকা বলেন, “আমরাও বোলিং করতাম প্রথমে। কিন্তু আমরা এই সিদ্ধান্তে খুশি। কারণ এটা ফাইনাল। আমরা ভালো ক্রিকেট খেলে এই জায়গায় এসেছি। সেটাই ধরে রাখতে চাই। আমাদের ক্ষেত্রে ইতিবাচক দিক আমাদের ব্যাটাররা ভালো ছন্দে রয়েছে। বিশেষ করে ওপেনাররা। মধুশঙ্কা ও মহেশও দুর্দান্ত। বিশ্বকাপের আগে আমরা ভালো ক্রিকেট খেলছি। এই টুর্নামেন্টের ফাইনালে খেলার রেকর্ড আমাদের ভালোই। আমরা আবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে নামছি।”

পাকিস্তান এখনও অবধি মাত্র দু’বারই এশিয়া কাপ জিতেছে। ২০০০ সালে প্রথম বার এশিয়া কাপ জিতেছিল গ্রিন আর্মি। পরের এশিয়া কাপ ট্রফি জিততে পাকিস্তানের সময় লেগেছিল আরও ১২ বছর। ফের এক দশক পর এশিয়া কাপ ট্রফি দেশে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানের কাছে। সামনে থাকা প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ভারতের পর এশিয়া কাপের সবচেয়ে সফল দল। এই নিয়ে ষষ্ঠবার খেতাব জয়ের লক্ষ্যে নামছে লঙ্কানরা। টুর্নামেন্ট শুরুর আগে শ্রীলঙ্কাকে কেউ ফেভারিট বলে মনেই করেনি। দাসুন শানাকার দল কিন্তু সকলকে কার্যত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তারা কী করতে পারে। সুপার ফোরে জয়ের হ্যাটট্রিক করে এ বার ফাইনালে নামতে চলেছে শ্রীলঙ্কা। আবার ফাইনালের ড্রেস রিহার্সালে পাক দলের বিরুদ্ধে ৫ উইকেটে জিতেছে শ্রীলঙ্কা। ফলে কাপ দখলের শেষ লড়াইয়ের আগে মানসিক দিক থেকে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। এ বার দেখার রবিরাতে এশিয়া কাপের ফাইনালে বাজিমাত করে কারা।

পাকিস্তানের একাদশ : মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, আসিফ আলি, শাদাব খান, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্যারিস রউফ, মহম্মদ হাসনেইন।

শ্রীলঙ্কার একাদশ : পাথুম নিশাঙ্কা (উইকেটকিপার), কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, দানুস্কা গুনতিলক, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপক্ষ, ভানিন্দু হাসারঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, প্রমোদ মধুসান, দিলশান মধুশঙ্কা।

Leave a Reply