National Games: জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হবে জাতীয় গেমস। লক্ষাধিক ক্রীড়াপ্রেমী উপস্থিত থাকবেন। দেশের সেরা অ্যাথলিটরা ৩৭ টি ইভেন্টে অংশ নেবেন। সাত বছর বন্ধ ছিল জাতীয় গেমস।
Image Credit source: SAI Media
গান্ধীনগর : অচন্ত শরথ কমল, সাথিয়ান, মণিকা বাত্রার মতো তারকা টেবল টেনিস তারকারা অংশ নেবেন জাতীয় গেমসে। তাদের জন্য় এগিয়ে আনা হচ্ছে টিটি টুর্নামেন্ট। ৩৬ তম জাতীয় গেমস শুরু হচ্ছে ২৯ সেপ্টেম্বর। সে দিনই উদ্বোধনী অনুষ্ঠান। সামনেই টিটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তার কথা মাথায় রেখেই জাতীয় গেমস শুরুর আগেই করা হবে টেবল টেনিস প্রতিযোগিতা। ৩০ সেপ্টেম্বর শুরু হবে বিশ্ব টেবল টেনিস চ্যাম্পিয়নশিপ। চিনের চেঙডুতে হবে এ বারের টিটি বিশ্ব চ্যাম্পিয়নশিপ। জাতীয় গেমসের আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছে, ২০-২৪ সেপ্টেম্বর সুরাটে হবে টিটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় খেলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাবেন টিটি খেলোয়াড়রা।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে শুরু হবে জাতীয় গেমস। লক্ষাধিক ক্রীড়াপ্রেমী উপস্থিত থাকবেন। দেশের সেরা অ্যাথলিটরা ৩৭ টি ইভেন্টে অংশ নেবেন। সাত বছর বন্ধ ছিল জাতীয় গেমস। স্বাভাবিকভাবেই দেশের অ্যাথলিটরা মুখিয়ে রয়েছেন টুর্নামেন্ট শুরুর জন্য। গুজরাটের ছ’টি শহর আহমেদাবাদ, গান্ধীনগর, সুরাট, বরোদা, রাজকোট এবং ভাবনগরে হবে জাতীয় গেমসের ইভেন্টগুলি। সাইক্লিং ইভেন্ট হবে নয়াদিল্লিতে। দেশের ৭ হাজার অ্যাথলিট অংশ নেবেন জাতীয় গেমসে। মাত্র তিন মাস আগে আয়োজনের দায়িত্ব পায় গুজরাট। গেমস আয়োজনের জন্য সমস্তভাবে প্রস্তুত।
চোট কিংবা রিহ্যাবে থাকা অ্যাথলিট ছাড়া বাকি সেরা অ্যাথলিটরা অংশ নেবেন জাতীয় গেমসে। রোমাঞ্চকর একটা গেমস হবে প্রত্যাশা করাই যায়। অনেক মেগা স্টারকে হয়তো নাও দেখা যেতে পারে, কারণ সংশ্লিষ্ট রাজ্য যোগ্যতা অর্জন না করায়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে আরও বেশ কিছু ইভেন্ট শুরু হবে। কাবাডি, নেটবল শুরু হবে ২৬ সেপ্টেম্বর। লন বল এবং রাগবি ৭ শুরু হবে ২৮ সেপ্টেম্বর। দেশের ঐতিহ্যশালী খেলা খো খো, যোগাসন, মল্লখম্ব জাতীয় গেমসে প্রথম বার দেখা যাবে। জাতীয় ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী রাজ্য হয়ে ওঠার লক্ষ্য গুজরাট। এই রাজ্য থেকে প্রচুর অ্যাথলিট অংশ নিতে চলেছেন।