ফিঞ্চের শেষ ওয়ান ডে-তে শতরান স্মিথের


Aaron Finch: কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ান ডে খেলতে নামা অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ অবশ্য ব্যাটিংয়ে স্মরণীয় করে রাখতে পারলেন না।

কেয়ার্নস : রূপকথায় ইতি হল না অ্যারন ফিঞ্চের (Aaron Finch)। কেরিয়ারের শেষ আন্তর্জাতিক ওয়ান ডে-তে নেমেছিলেন অ্যারন। ব্যাট হাতে ভরসা দিতে পারলেন না। টিম সাউদির ভেতরে ঢোকা ডেলিভারি উইকেট ছিটকে দেয় ফিঞ্চের। তাঁর মঞ্চে অনবদ্য ইনিংস স্টিভ স্মিথের (Steve Smith)। ফিঞ্চের পর হয়তো ফের স্মিথের হাতেই ওয়ান ডে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে। এ বছর ঘরের মাঠে টি ২০ বিশ্বকাপ। খেতাব ধরে রাখায় নজর অস্ট্রেলিয়ার (Australia vs New Zealand)। হতেই পারে, বিশ্বকাপের পর পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানালেন ফিঞ্চ! ব্যাট হাতে ওয়ান ডে আন্তর্জাতিকে শেষ ইনিংসে রান না পেলেও দর্শকরা তাঁর অবদান ভোলেননি। গ্যালারি দাঁড়িয়ে অভিবাদন জানাল ফিঞ্চকে। ব্যাটিংয়ে যাই হোক। জয় দিয়েই ওয়ান ডে কেরিয়ার ইতি ফিঞ্চের।

নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। পঞ্চম ওভারে জশ ইংলিশকে ফিরিয়ে প্রথম ধাক্কা বাঁ হাতি পেসার ট্রেন্ট বোল্টের। ষষ্ঠ ওভারে অ্যারন ফিঞ্চকে বোল্ড করেন টিম সাউদি। আন্তর্জাতিক ওয়ান ডে তে শেষ ইনিংসে ফিঞ্চ ফিরলেন ১২ বলে ৫ রানে। প্রথম ১০ ওভারে ১৯-২ স্কোর ছিল অস্ট্রেলিয়ার। হাল ধরেন স্টিভ স্মিথ। দলকে বড় রান করতে সাহায্য করে স্টিভ স্মিথ-মার্নাস লাবুশেন জুটি। ১১৮ রানের জুটি গড়ে তারা। এরপর অ্যালেক্স ক্যারির সঙ্গেও ৬৯ রানের জুটি গড়েন স্মিথ। লাবুশেন (৫২) অর্ধশতরানে ফেরেন। ১২৭ বলে ওয়ান ডে কেরিয়ারের দ্বাদশ শতরান স্টিভ স্মিথের। কেরিয়ারের মন্থর অর্ধশতরানের পর গিয়ার বদলাম। পরবর্তী ৫০ রান করতে নেন মাত্র ৪৬ বল। স্মিথেক ১০৫ রানের ইনিংসের সৌজন্যে ৫০ ওভারে ৫ উইকেটে ২৬৭ রান করে অস্ট্রেলিয়া।

ঞ্চের শেষ ওয়ান ডে স্মরণীয় করে রাখল দল। অস্ট্রেলিয়া সিরিজ জিতল ৩-০ ব্য়বধানে। শেষ ম্যাচে জয় ২৫ রানে। গ্লেন ফিলিপস্ ক্রিজে থাকা অবধি মনে হয়েছিল, নিউজিল্যান্ড ম্য়াচ বের করে নিতে পারে। ফিলিপস্ ৫৩ বলে ৪৭ রানে ফেরেন। জিমি নিশাম এবং মিচেল স্যান্টনার করেন যথাক্রমে ৩৬ ও ৩০ রান। শেষ অবধি ১ বল বাকি থাকতেই ২৪২ রানে অলআউট নিউজিল্যান্ড। মিচেল স্টার্ক ৩ উইকেট নিলেও রান দিয়েছেন অনেক। অনবদ্য বোলিং ক্যামেরন গ্রিন এবং শন অ্যাবটের। দুটি করে উইকেট নেন।

Leave a Reply