আইসিসির অগস্টের সেরা হয়ে ইতিহাসের পাতায় জিম্বাবোয়ের সিকন্দর রাজা


Sikandar Raza: আইসিসির তরফ থেকে সদ্য অগস্ট মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন সিকন্দর। কারণ, তাঁর আগে কোনও জিম্বাবোয়ের প্লেয়ার এই পুরস্কার পাননি। অন্যদিকে মহিলাদের মধ্যে অগস্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অজি তারকা তাহিলা ম্যাকগ্রা।


Sep 12, 2022 | 2:54 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 12, 2022 | 2:54 PM




 আইসিসির তরফ থেকে সদ্য অগস্ট মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা (Sikandar Raza)। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন সিকন্দর। কারণ, তাঁর আগে কোনও জিম্বাবোয়ের প্লেয়ার এই পুরস্কার পাননি। অন্যদিকে মহিলাদের মধ্যে অগস্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অজি তারকা তাহিলা ম্যাকগ্রা। (ছবি-সিকন্দর রাজা টুইটার)

আইসিসির তরফ থেকে সদ্য অগস্ট মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন জিম্বাবোয়ের তারকা অলরাউন্ডার সিকন্দর রাজা (Sikandar Raza)। আইসিসির প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নাম তুললেন সিকন্দর। কারণ, তাঁর আগে কোনও জিম্বাবোয়ের প্লেয়ার এই পুরস্কার পাননি। অন্যদিকে মহিলাদের মধ্যে অগস্টের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন অজি তারকা তাহিলা ম্যাকগ্রা। (ছবি-সিকন্দর রাজা টুইটার)

অগস্ট মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রাজার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বে স্টোকস ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। স্টোকস-স্যান্টনারকে পিছনে ফেলে দিয়ে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রাজা। (ছবি-আইসিসি টুইটার)

অগস্ট মাসে আইসিসির সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে রাজার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বে স্টোকস ও নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার। স্টোকস-স্যান্টনারকে পিছনে ফেলে দিয়ে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন রাজা। (ছবি-আইসিসি টুইটার)

 অগস্ট মাসে জিম্বাবোয়ের তারকা অল-রাউন্ডার দারুণ ফর্মে ছিলেন। অগস্টেই ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে মোট ৩টি সেঞ্চুরিও করেছিলেন রাজা। (ছবি-সিকন্দর রাজা টুইটার)

অগস্ট মাসে জিম্বাবোয়ের তারকা অল-রাউন্ডার দারুণ ফর্মে ছিলেন। অগস্টেই ভারত এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে মোট ৩টি সেঞ্চুরিও করেছিলেন রাজা। (ছবি-সিকন্দর রাজা টুইটার)

অগস্টের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়েছেন রাজা। বিশেষ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে সেপ্টেম্বরের শুরুতে তাদের হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবোয়ে। রেগিস চাকাভাদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজ খুইয়ে তৃতীয় ম্যাচে নেমেছিল জিম্বাবোয়ে। ফলে, সেই ম্যাচটা সিকন্দর রাজাদের জন্য ছিল নিয়মরক্ষার। আর তাতেই অজিদের দম্ভ গুঁড়িয়ে দেয় জিম্বাবোয়ে। ম্যাচের শেষে যার ফলে, টিম বাসে চলে দেদার নাচ। তাতে দারুণভাবে সামিল ছিলেন রাজা। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

অগস্টের পারফরম্যান্সের ভিত্তিতে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার পেয়েছেন রাজা। বিশেষ উল্লেখ্য, অস্ট্রেলিয়ার মাটিতে সেপ্টেম্বরের শুরুতে তাদের হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছে জিম্বাবোয়ে। রেগিস চাকাভাদের ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট বিশ্ব। অ্যারন ফিঞ্চের দলের বিরুদ্ধে সিরিজ খুইয়ে তৃতীয় ম্যাচে নেমেছিল জিম্বাবোয়ে। ফলে, সেই ম্যাচটা সিকন্দর রাজাদের জন্য ছিল নিয়মরক্ষার। আর তাতেই অজিদের দম্ভ গুঁড়িয়ে দেয় জিম্বাবোয়ে। ম্যাচের শেষে যার ফলে, টিম বাসে চলে দেদার নাচ। তাতে দারুণভাবে সামিল ছিলেন রাজা। (ছবি-জিম্বাবোয়ে ক্রিকেট টুইটার)

আইসিসি মহিলাদের অগস্ট মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অজি তারকা তাহিলা ম্যাকগ্রা। তিনি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ৮টি উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে ব্যাট হাতেও দলের জয়ের পিছনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন ম্যাকগ্রা। উল্লেখ্য, অগস্টের সেরা ক্রিকেটারের তালিকায়, তাহিলাকে টেক্কা দেওয়ার জন্য ছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজ ও তাহিলার সতীর্থ বেথ মুনি। (ছবি-আইসিসি টুইটার)

আইসিসি মহিলাদের অগস্ট মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অজি তারকা তাহিলা ম্যাকগ্রা। তিনি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ৮টি উইকেট নিয়েছিলেন। সেই সঙ্গে ব্যাট হাতেও দলের জয়ের পিছনে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেন ম্যাকগ্রা। উল্লেখ্য, অগস্টের সেরা ক্রিকেটারের তালিকায়, তাহিলাকে টেক্কা দেওয়ার জন্য ছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার জেমিমা রডরিগজ ও তাহিলার সতীর্থ বেথ মুনি। (ছবি-আইসিসি টুইটার)






Most Read Stories


Leave a Reply