করোনামুক্ত হয়ে অনুশীলনে যোগ কনস্ট্যান্টাইনের


করোনামুক্ত হয়ে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গলের হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। প্রথম দিনই ব্রিটিশ কোচের কড়া অনুশীলন। ২ ঘণ্টার অনুশীলনে ফুটবলারদের নিংড়ে নিলেন স্টিফেন। বৃষ্টির মধ্যেও চলল অনুশীলন।‌ ফুটবলারদের ফিটনেসে বিশেষ জোর। চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন অঙ্কিত, সুহেরের। ফিট হতে এলিয়ান্দ্রোকে কড়া দাওয়াই।


Sep 12, 2022 | 3:30 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 12, 2022 | 3:30 PM




করোনামুক্ত (COVID 19) হয়ে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। প্রথম দিনই ব্রিটিশ কোচের কড়া অনুশীলন। (নিজস্ব চিত্র)

করোনামুক্ত (COVID 19) হয়ে অনুশীলনে যোগ দিলেন ইস্টবেঙ্গলের (East Bengal) হেড কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন (Stephen Constantine)। প্রথম দিনই ব্রিটিশ কোচের কড়া অনুশীলন। (নিজস্ব চিত্র)

২ ঘণ্টার অনুশীলনে ফুটবলারদের নিংড়ে নিলেন লাল-হলুদ কোচ স্টিফেন। বৃষ্টির মধ্যেও চলল অনুশীলন।‌ ফুটবলারদের ফিটনেসে বিশেষ জোর দিলেন স্টিফেন। (নিজস্ব চিত্র)

২ ঘণ্টার অনুশীলনে ফুটবলারদের নিংড়ে নিলেন লাল-হলুদ কোচ স্টিফেন। বৃষ্টির মধ্যেও চলল অনুশীলন।‌ ফুটবলারদের ফিটনেসে বিশেষ জোর দিলেন স্টিফেন। (নিজস্ব চিত্র)

চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন অঙ্কিত, সুহেরের। ফিট হতে এলিয়ান্দ্রোকে কড়া দাওয়াই। (নিজস্ব চিত্র)

চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলন অঙ্কিত, সুহেরের। ফিট হতে এলিয়ান্দ্রোকে কড়া দাওয়াই। (নিজস্ব চিত্র)

ডুরান্ড কাপের পর্ব এখন অতীত ধরে নিয়ে, সামনে তাকাতে চাইছে লাল-হলুদ শিবির। (নিজস্ব চিত্র)

ডুরান্ড কাপের পর্ব এখন অতীত ধরে নিয়ে, সামনে তাকাতে চাইছে লাল-হলুদ শিবির। (নিজস্ব চিত্র)

সামনেই কলকাতা লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ রয়েছে। তাই দলের সকল প্লেয়ারদের কড়া অনুশীলনের মধ্যে রাখতে চাইছেন কোচ স্টিফেন। (নিজস্ব চিত্র)

সামনেই কলকাতা লিগ এবং ইন্ডিয়ান সুপার লিগ রয়েছে। তাই দলের সকল প্লেয়ারদের কড়া অনুশীলনের মধ্যে রাখতে চাইছেন কোচ স্টিফেন। (নিজস্ব চিত্র)






Most Read Stories


Leave a Reply