আইএফএ চাইছে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া লিগ করতে।এদিকে মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনাল দেখতে ভারতে আসবেন ফিফা প্রেসিডেন্ট।
Image Credit source: Twitter
কলকাতা: ফেডারেশনের সভাপতি হওয়ার পর এই প্রথম আইএফএর (IFA) দফতরে এলেন কল্যাণ চৌবে (Kalyan Choubey)। নতুন প্রেসিডেন্টকে সংবর্ধনা দিল আইএফএ। পুস্পস্তবক, খাদি পঞ্জাবি, বিশেষ স্মারক দিয়ে ফেডারেশন সভাপতিকে বরণ করে নিলেন আইএফএর কর্তারা। একই সঙ্গে ময়দানের মাটি আর মঙ্গল ঘট দেওয়া হল ফেডারেশন সভাপতিকে। আইএফএর তরফ থেকে দেওয়া হল মিষ্টি, আইএফএর চেঞ্জিং ফ্ল্যাগ। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়। আইএফএ-র পর সিআরএ তাঁবু ঘুরে যান ফেডারেশনের নয়া সভাপতি।
ঘরোয়া লিগ করার জন্য ফেডারেশন সভাপতির কাছে ৩ মাসের আলাদা স্লট চাইল আইএফএ। গত কয়েক বছর ধরেই ঘরোয়া লিগ করতে বেশ সমস্যায় পড়তে হয়েছে রাজ্য ফুটবল সংস্থাকে। বিশেষ করে তিন প্রধানকে রেখে ঘরোয়া লিগ করতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। কোভিডের কারণে গত দু’বছর লিগ হয়নি। গত বার শুধু প্রিমিয়ার এ-র খেলা হয়েছিল। আইএসএলের জন্য ইস্টবেঙ্গল-মোহনবাগানকে রেখে সূচি বানাতে সমস্যার মুখে পড়তে হয়। এ বারও কলকাতা লিগে খেলা নিয়ে টালবাহানা করছে মোহনবাগান। যে ইস্যুতে ফেডারেশন সভাপতির সঙ্গে আলোচনাও করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। জাতীয় দলে মোহনবাগানের ৯ ফুটবলার ডাক পেয়েছে। ভিয়েতনাম সফরে শেষ পর্যন্ত ভারতীয় স্কোয়াডে কতজন ফুটবলারকে রাখা হয় সেটাও দেখার। মোহনবাগানের কলকাতা লিগে খেলার ব্যাপারে আশাবাদী আইএফএ সচিব। সব কিছু ঠিক থাকলে, বুধবার সুপার সিক্সের সূচি ঘোষণা হতে পারে।
আইএফএ চাইছে মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ঘরোয়া লিগ করতে। তবে ২০১৯-র পর ডুরান্ড কাপ কলকাতায় হওয়াতে একরকম সমস্যায় পড়তে হয়েছে আইএফএ-কে। মাঠ সমস্যা থেকে শুরু করে তিন বড় ক্লাবকে পাওয়া নিয়েও বিস্তর সমস্যায় পড়তে হয়েছে আইএফএ-কে। জেলা লিগ করতে আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্তকে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলেন ফেডারেশন সভাপতি। প্রয়োজনে জেলার কয়েকটি ক্লাবকে মার্জ করে লিগ শুরুর প্রস্তাবও দিয়েছেন কল্যাণ। বিভিন্ন রাজ্যের লিগ চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে জাতীয় লিগ করার একটা প্রস্তাব দিয়েছেন আইএফএ চেয়ারম্যান। পরিকাঠামোগত দিক দিয়ে আইএফএকে সাহায্যের আশ্বাস ফেডারেশন সভাপতির।
এ দিকে, ফিফা প্রেসিডেন্টের সঙ্গে সম্প্রতি দেখা করে এসেছেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে। ভারতের রেফারিদের উন্নতিতে ইতালির জিয়ানলুকা কলিনাকে ভারতে পাঠানোর আশ্বাস দিয়েছেন ফিফা সভাপতি। এখানে এসে রেফারিদের বিশেষ ক্লাস নেবেন তিনি। মেয়েদের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফাইনাল দেখতে ভারতে আসবেন ফিফা প্রেসিডেন্ট।