প্রোটিয়া সিরিজে মেন ইন ব্লু-র নেতৃত্বে ধাওয়ান, রোহিতদের বিশ্রাম দেওয়ার ভাবনা


টি-২০ বিশ্বকাপের আগে ওয়ান ডে সিরিজের তেমন গুরুত্ব নেই। বিশ্রাম দেওয়া হতে পারে বিশ্বকাপ স্কোয়াডের অধিকাংশ সদস্যকে। সেই সিরিজের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

Image Credit source: Twitter

মুম্বই: টি-২০ বিশ্বকাপের আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজ (IND vs SA) খেলবে ভারত। বিশ্বকাপের আগে ওডিআই সিরিজ খেলার তেমন অর্থ নেই। দ্বিপাক্ষিক সিরিজ যখন, খেলতেই হবে। অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেওয়ার আগে তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। তাতে বিশ্বকাপ স্কোয়াডের সবকটি সদস্যকে বিশ্রাম দেওয়ার কথা ভেবে রেখেছে বিসিসিআই (BCCI)। ক্রিকেটারদের চোট আঘাতের সম্ভাবনা নিয়ে আগে থেকেই সতর্ক বিসিসিআই। ক্যাপ্টেন রোহিত শর্মার পরবর্তে তাই প্রোটিয়াদের বিরুদ্ধে নেতৃত্বভার তুলে দেওয়া হবে শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) হাতে। একইভাবে দ্রাবিড় বিশ্রামে থাকায় কোচ হিসেবে থাকবেন ভিভিএস লক্ষ্মণ। নিশ্চিত করেছেন বোর্ডের এক আধিকারিক।

একটি ক্রীড়া সংক্রান্ত ওয়েবসাইটকে ওই বোর্ড কর্তা বলেন, “টি-২০ বিশ্বকাপের আগে ওয়ান ডে সিরিজ খেলার সত্যিই মানে হয় না। কখনও কখনও পরিস্থিতি এড়ানো সম্ভব হয় না। রোহিত, বিরাট-সহ বিশ্বকাপ খেলতে যাওয়া সব খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হবে। তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে ক্রিকেটারদের একটা ছোটে ব্রেক হয়ে যাবে।” ওয়ান ডে সিরিজ শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে। চলবে ১১ অক্টোবর পর্যন্ত। শেষ ওয়ান ডে খেলার দিন ছয়েকের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ রয়েছে ভারতের। ১০ অক্টোবর বিশ্বকাপের জন্য রওনা দেবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। তাই ওয়ান ডে সিরিজের জন্য পুরোপুরি অন্য একটা টিম দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে।

ওই বোর্ড কর্তা বলেন, “কোচ রাহুল দ্রাবিড় চাইছিলেন দলের সদস্যরা বেশি করে অনুশীলন করুক। আমাদের মনে হয়েছে এতে সমস্যা হতে পারে। দল নির্বাচনী বৈঠকে রাহুলের প্রস্তাব ভেবে দেখা হবে। সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারব। যদি রাহুল দ্রাবিড় এই টিমকেই খেলাতে চান সেক্ষেত্রে ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকা টিমের সঙ্গে অস্ট্রেলিয়া রওনা দেবে মেন ইন ব্লু।” দক্ষিণ আফ্রিকা অবশ্য বিশ্বকাপ টিম নিয়েই ওয়ান ডে সিরিজ খেলবে। ১৭ অক্টোবর তাদের প্রস্তুতি ম্যাচ রয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৬ অক্টোবর প্রথম ওয়ান ডে ম্যাচ খেলা হবে রাঁচিতে। ৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচ রয়েছে লখনউয়ে। ১১ অক্টোবর দিল্লিতে তৃতীয় তথা শেষ ম্যাচ খেলবে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply