ফাইনালে হার, দলের মানসিকতা নিয়ে তুলোধনা করছেন পাকিস্তানের প্রাক্তনরা


Babar Azam: অধিনায়ক বাবর আজমের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। ১৭১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ব্যাটিং খুবই মন্থর ছিল, এমনটাই মনে করেন লতিফ। পাশাপাশি বোলিং পরিকল্পনা নিয়েও তুলোধনা করেছেন।

করাচি : এশিয়া কাপ এবং পাকিস্তানের ট্রফি জেতা। দূরত্ব এবারও ঘুচলো না। এশিয়া কাপের ইতিহাসে মাত্র দু-বার চ্যাম্পিয়ন তারা। সবচেয়ে বেশি ৭ বার এই প্রতিযোগিতা জিতেছে ভারত। দ্বিতীয় সফলতম দল শ্রীলঙ্কা। এ বার ষষ্ঠ খেতাব জিতল শ্রীলঙ্কা। অথচ টুর্নামেন্টের শুরুতে আন্ডারডগ ছিল তারা। দেশে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সঙ্কট। এশিয়া কাপ শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও স্থানান্তরিত করা হয়। আরব আমিরশাহিতে হলেও আয়োজক ছিল শ্রীলঙ্কাই। চ্যাম্পিয়নও হল তারা। এ বারের এশিয়া কাপে মূলত ফেভারিট ধরা হয়েছে ভারত ও পাকিস্তানকে। ভারত ফাইনালে উঠতে না পারলেও পাকিস্তান উঠেছে। ফাইনালে (Asia Cup Final) মাত্র ৫৮ রানে শ্রীলঙ্কার ৫ উইকেট ফেলে দিয়েও দ্রুত অলআউট করতে না পারা। ব্যাটিংয়ে রিজওয়ান ছাড়া কেউই ধারাবাহিকতা দেখাতে না পারা। ফাইনালে ২৩ রানে হারের পর পাকিস্তান দলের মানসিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন ইনজামাম উল হক (Inzamam ul Haq), রশিদ লতিফের (Rashid Latif) মতো সে দেশের প্রাক্তনরা।

টি ২০ ক্রিকেটে শুধুমাত্র বড় ইনিংস খেললেই হয় না। স্ট্রাইকরেটও ভালো হওয়া জরুরি। ভারতের বিরুদ্ধে প্রতিযোগিতার প্রথম ম্যাচে মহম্মদ রিজওয়ানের স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বারের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রাহক রিজওয়ান। ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে করেন ৫৫ রান। স্ট্রাইকরেট যদিও ১১২। শ্রীলঙ্কার ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষ ১৫৮ স্ট্রাইকরেটে ৭১ রান করেন। ভানিন্দু হাসারঙ্গা ৩৬ রান করেন ১৭১ স্ট্রাইকরেটে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম উল হক বলেন, ‘হাসারঙ্গা ৩১ রান (৩৬) করেছে এবং রাজাপক্ষ করেছে ৭১। দুটোই দারুণ ইমিংস। ওরা যে গতিতে রান করেছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। ওদের স্ট্রাইকরেট কম থাকলে শ্রীলঙ্কা হয়তো ১৪০ অবধি পৌঁছতে পারত। পাকিস্তান হয়তো সেই রান তাড়া করত। ওদের জুটির অবদান কোনও কাজেই লাগত না। শ্রীলঙ্কার বোলিং লাইন আপ অনভিজ্ঞ। তবে ওরা হোমওয়ার্ক করে এসেছে। পাকিস্তান ভালো খেলেছে, তবে খুব ভালো নয়। প্রচুর ভুল ধরা পড়েছে। শ্রীলঙ্কাকে ৫৮-৫ করেও তার সুবিধা নিতে ব্যর্থ।’

অধিনায়ক বাবর আজমের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানে প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ। ১৭১ রান তাড়া করতে নেমে পাকিস্তান ব্যাটিং খুবই মন্থর ছিল, এমনটাই মনে করেন লতিফ। পাশাপাশি বোলিং পরিকল্পনা নিয়েও তুলোধনা করেছেন। লতিফ বলছেন, ‘ওরা ৫৮-৫ হওয়ার পর, মনে হয়েছিল ১২০-১৩০ অবধি করতে পারবে। তবে রাজাপক্ষর চাপ কমিয়ে দেয় হাসারঙ্গা। ১১–১৫ ওভারে প্রচুর রান হয়েছে।’ এই সময়ে মূল বোলারদের রেখে পার্টটাইম স্পিনারদের বোলিং করান বাবর। যাতে চটেছেন লতিফ। প্রাক্তন অধিনায়ক বলেন, ‘সবচেয়ে বড় ভুল ছিল বোলিং পরিকল্পনায়। আমি অধিনায়ক হলে, হ্য়ারিস রউফের ওভার দ্রুত শেষ করাতাম। উইকেটের জন্য় ঝাঁপাতাম। বাবর কী করল! পার্টটাইম স্পিনারদের দিয়ে বোলিং করিয়ে গেল। দলের মূল স্পিনার মহম্মদ নওয়াজকে মাত্র ১ ওভার বোলিং দেওয়া হল। ৮-১৫ ওভারে যেমন উইকেট ফেলতে পারেনি, রানও আটকাতে ব্য়র্থ। আর রান তাড়ায় আমরা খুবই মন্থর ব্যাট করেছি। এভাবে বড় রান তাড়া করা যায় না।’

Leave a Reply