২২ কোটি পাকিস্তানির স্বপ্ন ভেঙে সিরিজ সেরা হাসারাঙ্গা, আপ্লুত শনাকা


উপমহাদেশে বোলিং করতে ভীষণ ভালোবাসি। এশিয়া কাপে সিরিজ সেরার পুরস্কার নিয়ে বলে দিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

Image Credit source: Twitter

দুবাই: গুনতির মধ্যে তাঁরা মোটেও ছিলেন না। অনেকে বাতিলের খাতাতেও ফেলে দেন। এশিয়া কাপ (Asia Cup 2022) শুরুর আগে থেকেই সম্ভাব্য ফাইনালিস্ট হিসেবে ভারত ও পাকিস্তানকে ধরে নিয়েছিলেন অধিকাংশ মানুষ। সব হিসেব উল্টে দিয়ে আন্ডারডগ হিসেবে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কাই এবার এশিয়া সেরা দল। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চরম খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে দেশটি। দেশবাসীর মুখে হাসি ফোটাতে টুর্নামেন্ট সেরাদের হটিয়ে এশিয়া সেরার তাজ দাসুন শনাকাদের মাথায়। শ্রীলঙ্কাবাসীর (Sri Lanka Cricket Team) কাছে আনন্দের ও একরাশ স্বস্তির। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে পুরস্কার নেওয়ার পর লঙ্কা অধিনায়কের সবার প্রথমে মনে পড়ল দেশের মানুষের কথা। যাঁদের লাগাতার সমর্থন ছাড়া আজকের এই মঞ্চে দাঁড়িয়ে থাকা সম্ভব হত না। বললেন, “এত সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করি দেশবাসীকে গর্বিত করতে পেরেছি।”

ফাইনাল ম্যাচে একাধিক মিথ ভেঙেছে শ্রীলঙ্কা। যেমন, রান তাড়া করলেই জয়ের সম্ভাবনা বেশি। সিরিজ সেরা হলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। ছয়টি ম্যাচে ১৮.৮৮ গড়ে ৯টি উইকেট। ইকোনমি ৭.৩৯। তার মধ্যে ফাইনালের দিন পরপর ৩ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। লঙ্কার ইনিংসের ব্যাটিং বিপর্যয়ের সময় ২১ বলে ৩৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন হাসারঙ্গা। পাক ইনিংসের ষোলোতম ওভারে আসিফ আলি ও খুশদিল শাহকে ফিরিয়ে পাকিস্তানিদের মনোবল ভেঙে দেন। হাসারাঙ্গার দিনের শেষ শিকার গ্রিন আর্মির স্টার অলরাউন্ডার শাদাব খান। দিশেহারা পাকিস্তানকে দেড়শোর আগে গুটিয়ে দেন প্রমোদ মধুশান, হাসারাঙ্গারা। এশিয়া কাপ শুরুর দিকে বাংলাদেশের তরফে বলা হয়েছিল, শ্রীলঙ্কা দলে কোনও ‘ওয়ার্ল্ড ক্লাস’ বোলার নেই। সিরিজ সেরা হয়ে সমালোচকদের মুখে ঝামা ঘষে দেওয়ার এর থেকে ভালো উপায় বোধহয় আর ছিল না ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে।

সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে পাক ‘বধ’-এর নায়ক বললেন, “প্রথম কয়েক ওভারে বল সুইং হচ্ছিল। অথচ যখন আমি ব্যাট করছিলাম, উইকেট সত্যিই ভালো ছিল। উপমহাদেশে বোলিং করতে ভীষণ ভালোবাসি। এই উইকেট কন্ডিশনে স্টাম্প লক্ষ্য করে বোলিং করতে চাই। সে কারণেই আমি সফল। টাইট এবং ডট বল বল দেওয়ার চেষ্টা করি। দলের ছেলেরা পুরো টুর্নামেন্টে দারুণ খেলেছে। বিশেষ করে আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর।”



Leave a Reply