Mohammedan SC: আলবার্তো নোগুয়েরা, পেরেরা আর গ্রেগ স্টুয়ার্টের খেলা বন্ধ করতে ডিফেন্সিভ স্ক্রিন ব্যবহার করতে চান চের্নিশভ। রক্ষণে বাড়তি দায়িত্ব থাকছে সিরিয়ান ডিফেন্ডার শাহীন আর সেনেগালের ওসুমানের কাঁধে।
Image Credit source: FACEBOOK
কলকাতা: দুই প্রধান আগেই ছিটকে গিয়েছে। শিবরাত্রির সলতে হয়ে জ্বলছে মহমেডান স্পোর্টিং (Mohammedan SC)। বাংলার ফুটবলকে গর্বিত করার একমাত্র কাণ্ডারি এখন সাদা-কালো। বুধবার ডুরান্ড কাপের (Durand Cup 2022) সেমিফাইনালে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। আইএসএলের দলের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে তৈরি শেখ ফৈয়াজ, আজহারুদ্দিনরা। কেরালা ব্লাস্টার্সকে তিন গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে সাদা-কালো। নাইজেরিয়ার স্ট্রাইকার দাউদা আবিওলা দলে আসার পর শক্তি অনেকটা বেড়ে গিয়েছে। প্রথম ম্যাচেই নজর কেড়েছেন দাউদা। হেভিওয়েট মুম্বইকে হারাতে তাঁর উপর ভরসা রাখছেন সাদা-কালোর রুশ কোচ আন্দ্রে চের্নিশভ। গত বছর ফাইনালে এফসি গোয়ার কাছে হেরে রানার্স হয়ে থামতে হয়েছিল মহমেডানকে। এ বার ট্রফি জেতাই পাখির চোখ সাদা-কালো ফুটবলারদের।
মুম্বই সিটি এফসি পূর্ণশক্তির দল নিয়েই ডুরান্ডে খেলতে এসেছে দেজ বাকিংহ্যামের ছেলেরা। চেন্নাইয়িন এফসিকে ৫-৩ গোলে উড়িয়ে শেষ চারে উঠেছে মুম্বই। গ্রেগ স্টুয়ার্ট, লালরিনজুয়ালা ছাংতেরা আত্মবিশ্বাসের তুঙ্গে। এই হেভিওয়েট মুম্বইকেই গ্রুপ পর্বে হারিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। আহমেদ জাহু, আলবার্তো নোগুয়েরা, জোর্জে পেরেরার মতো ফুটবলাররা আছেন মুম্বইয়ে। এ ছাড়া ছাংতে, বিক্রমপ্রতাপ, বিপিন সিংয়ের মতো দেশিয় ফুটবলাররাও এই দলের অন্যতম শক্তি। উইং দিয়ে বিপিনের দৌড় বন্ধ করাই লক্ষ্য সাদা-কালো কোচের।
আলবার্তো নোগুয়েরা, পেরেরা আর গ্রেগ স্টুয়ার্টের খেলা বন্ধ করতে ডিফেন্সিভ স্ক্রিন ব্যবহার করতে চান চের্নিশভ। রক্ষণে বাড়তি দায়িত্ব থাকছে সিরিয়ান ডিফেন্ডার শাহীন আর সেনেগালের ওসুমানের কাঁধে। আক্রমণে সাদা-কালোয় এ বার নজর কেড়েছেন ফজলু রহমান। তাঁর সঙ্গে মার্কাসকে রেখেই আক্রমণের ছক কষছেন। তবে দাউদা এসে যাওয়ায় প্রথম এগারো নিয়ে কিছুটা হলেও দ্বিধায় চের্নিশভ। নুরিদ্দিনকে গত ম্যাচে শুরু থেকে খেলিয়েছিলেন সাদা-কালোর রুশ কোচ। মাঝমাঠে তিনিই যে অন্যতম ভরসা। ১২০ মিনিটের কথা ভেবে টাইব্রেকার দলকে অনুশীলনও করিয়েছেন চের্নিশভ। আত্মবিশ্বাসে ভরপুর মহমেডান। তবে ফুটবলারদের সতর্ক রাখছেন দীপেন্দু বিশ্বাস, সন্দীপ নন্দীরা। মেগা ম্যাচের আগের দিন রাজারহাটের এক্সিলেন্স সেন্টারে অনুশীলন করেন ফুটবলাররা। ঘরের মাঠে পুরো সমর্থন নিয়েই মাঠে নামছে মহমেডান স্পোর্টিং। আর সেটাকে কাজে লাগিয়েই আইএসএলের দলকে হারাতে তৈরি সাদা-কালো শিবির।