কিং অব স্পিন, স্পিনের জাদুকর – এমন বহু নামে তাঁর পরিচিতি ক্রিকেট জগতের তাঁর ব্যপ্তির জানান দেয়। সেই মানুষটি আজ স্মৃতির পাতায়। গত মার্চ মাসে সবাইকে স্তম্ভিত করে দিয়ে অজানা জগতে পাড়ি দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। আজ তাঁর ৫৩তম জন্মদিন। ক্রিকেট বিশ্ব ওয়ার্নির স্মৃতিতে কাতর। প্রয়াত পরম বন্ধুকে তাঁর জন্মবার্ষিকীতে মনে করলেন সচিন তেন্ডুলকর।
Sep 13, 2022 | 4:24 PM
Most Read Stories