Shane Warne Birth Anniversary: এত কীসের তাড়া ছিল বন্ধু, ওয়ার্ন-স্মৃতিতে কাতর সচিন


কিং অব স্পিন, স্পিনের জাদুকর – এমন বহু নামে তাঁর পরিচিতি ক্রিকেট জগতের তাঁর ব্যপ্তির জানান দেয়। সেই মানুষটি আজ স্মৃতির পাতায়। গত মার্চ মাসে সবাইকে স্তম্ভিত করে দিয়ে অজানা জগতে পাড়ি দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। আজ তাঁর ৫৩তম জন্মদিন। ক্রিকেট বিশ্ব ওয়ার্নির স্মৃতিতে কাতর। প্রয়াত পরম বন্ধুকে তাঁর জন্মবার্ষিকীতে মনে করলেন সচিন তেন্ডুলকর।


Sep 13, 2022 | 4:24 PM

| Edited By: Tithimala Maji

Sep 13, 2022 | 4:24 PM




কিং অব স্পিন, স্পিনের জাদুকর - এমন বহু নামে তাঁর পরিচিতি ক্রিকেট জগতের তাঁর ব্যপ্তির জানান দেয়। সেই মানুষটি আজ স্মৃতির পাতায়। গত মার্চ মাসে সবাইকে স্তম্ভিত করে দিয়ে অজানা জগতে পাড়ি দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। আজ তাঁর ৫৩তম জন্মদিন। ক্রিকেট বিশ্ব ওয়ার্নির স্মৃতিতে কাতর। প্রয়াত পরম বন্ধুকে তাঁর জন্মবার্ষিকীতে মনে করলেন সচিন তেন্ডুলকর। (ছবি:টুইটার)

কিং অব স্পিন, স্পিনের জাদুকর – এমন বহু নামে তাঁর পরিচিতি ক্রিকেট জগতের তাঁর ব্যপ্তির জানান দেয়। সেই মানুষটি আজ স্মৃতির পাতায়। গত মার্চ মাসে সবাইকে স্তম্ভিত করে দিয়ে অজানা জগতে পাড়ি দেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি শেন ওয়ার্ন। আজ তাঁর ৫৩তম জন্মদিন। ক্রিকেট বিশ্ব ওয়ার্নির স্মৃতিতে কাতর। প্রয়াত পরম বন্ধুকে তাঁর জন্মবার্ষিকীতে মনে করলেন সচিন তেন্ডুলকর। (ছবি:টুইটার)

বহু বছর ধরে বাইশ গজকে আচ্ছন্ন করে রেখেছিল কিং অব স্পিন এবং গড অব ক্রিকেটের দ্বৈরথ। মাঠের বাইরে তাঁরাই ছিলেন অভিন্নহৃদয় বন্ধু। দুই কিংবদন্তির লড়াই দেখতে মুখিয়ে থাকতেন ক্রিকেটপ্রেমীরা। ওয়ার্নের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকীতে সেইসব দিনগুলি মনে পড়ছে মাস্টার ব্লাস্টারের। স্মৃতিগুলিকে আজীবন লালন করবেন বলে কথা দিয়েছে।(ছবি:টুইটার)

বহু বছর ধরে বাইশ গজকে আচ্ছন্ন করে রেখেছিল কিং অব স্পিন এবং গড অব ক্রিকেটের দ্বৈরথ। মাঠের বাইরে তাঁরাই ছিলেন অভিন্নহৃদয় বন্ধু। দুই কিংবদন্তির লড়াই দেখতে মুখিয়ে থাকতেন ক্রিকেটপ্রেমীরা। ওয়ার্নের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকীতে সেইসব দিনগুলি মনে পড়ছে মাস্টার ব্লাস্টারের। স্মৃতিগুলিকে আজীবন লালন করবেন বলে কথা দিয়েছে।(ছবি:টুইটার)

ওয়ার্নের সঙ্গে একটি ছবি দিয়ে সচিন টুইটারে লেখেন, "জন্মদিনে তোমার কথা ভাবছি ওয়ার্নি। খুব তাড়াতাড়ি চলে গেলে। তোমার সঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। সেগুলিকে সারাজীবন ধরে লালন করব।"(ছবি:টুইটার)

ওয়ার্নের সঙ্গে একটি ছবি দিয়ে সচিন টুইটারে লেখেন, “জন্মদিনে তোমার কথা ভাবছি ওয়ার্নি। খুব তাড়াতাড়ি চলে গেলে। তোমার সঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। সেগুলিকে সারাজীবন ধরে লালন করব।”(ছবি:টুইটার)

সচিন ও ওয়ার্ন একে অপরের মুখোমুখি হয়েছেন ২৯ বার। দুই কিংবদন্তির দ্বৈরথে সচিন বারবার মাত দিয়েছেন অজি স্পিনারকে ষ মাত্র চারবার ওয়ার্নের শিকার হয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিন তাঁর স্বপ্নে আসতেন। বহুবার হাসতে হাসতে এ কথা স্বীকার করেছেন ওয়ার্ন। (ছবি:টুইটার)

সচিন ও ওয়ার্ন একে অপরের মুখোমুখি হয়েছেন ২৯ বার। দুই কিংবদন্তির দ্বৈরথে সচিন বারবার মাত দিয়েছেন অজি স্পিনারকে ষ মাত্র চারবার ওয়ার্নের শিকার হয়েছেন মাস্টার ব্লাস্টার। সচিন তাঁর স্বপ্নে আসতেন। বহুবার হাসতে হাসতে এ কথা স্বীকার করেছেন ওয়ার্ন। (ছবি:টুইটার)

এক ভারতীয়র কাছ থেকে সচিনকে আউট করার গুরুমন্ত্র নিয়েছিলেন ওয়ার্ন। দেশের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদীর সাহায্য চান। বেদী বলেছিলেন, "সচিনের বুদ্ধির সঙ্গে খেলা করতে হবে।" বেদীর পরামর্শ মেনে সাফল্য পান শেন ওয়ার্ন।(ছবি:টুইটার)

এক ভারতীয়র কাছ থেকে সচিনকে আউট করার গুরুমন্ত্র নিয়েছিলেন ওয়ার্ন। দেশের প্রাক্তন অধিনায়ক বিষেণ সিং বেদীর সাহায্য চান। বেদী বলেছিলেন, “সচিনের বুদ্ধির সঙ্গে খেলা করতে হবে।” বেদীর পরামর্শ মেনে সাফল্য পান শেন ওয়ার্ন।(ছবি:টুইটার)

ভারতীয় ক্রিকেট জগত আজ ওয়ার্নের স্মৃতিতে ডুবে। সচিন, যুবরাজ সিংরা স্পিনের জাদুকরের এত তাড়াতাড়ি চলে যাওয়া মেনে নিতে পারছেন না। (ছবি:টুইটার)

ভারতীয় ক্রিকেট জগত আজ ওয়ার্নের স্মৃতিতে ডুবে। সচিন, যুবরাজ সিংরা স্পিনের জাদুকরের এত তাড়াতাড়ি চলে যাওয়া মেনে নিতে পারছেন না। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply