এনসিএতে জোরকদমে অনুশীলন বুম বুম বুমরার, দেখুন ভিডিও


বাইশ গজে কামব্যাকের জন্য মরিয়া হয়ে রয়েছেন বুম বুম বুমরা। এনসিএতে অনুশীলন করার একখানা ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি।

Jasprit Bumrah: এনসিএতে জোরকদমে অনুশীলন বুম বুম বুমরার, দেখুন ভিডিও

বেঙ্গালুরু: চোটের কারণে, এ বারের এশিয়া কাপে খেলা হয়নি ভারতের দুই মুখ্য পেসার হর্ষল প্যাটেল ও জসপ্রীত বুমরার (Jasprit Bumrah)। শিয়রে কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2022)। তার আগে বুমরা-হর্ষল ফিটনেস টেস্টে উতরে গিয়েছেন। যা ভারতীয় দলকে স্বস্তি দিচ্ছে। আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই রয়েছেন বুমরা-হর্ষল। সেখানেই চলছে জোরকদমে বুমরার অনুশীলন। তার ঝলক নিজের ইন্সটাগ্রামে শেয়ার করেছেন বুমরা। অক্টোবরে হতে চলা টি-২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। এই দুই দেশের বিরুদ্ধে আসন্ন সিরিজের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI), তাতে রয়েছেন বুমরা।

২২ গজে কামব্যাকের জন্য মরিয়া হয়ে রয়েছেন বুম বুম বুমরা। এনসিএতে অনুশীলন করার একখানা ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তিনি। সেই ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “কাজ করে যাও, তোমার যা প্রয়োজন সেটাই পাবে। কঠোর পরিশ্রম করো এবং তুমি যেটা চাও সেটা পাবে।” সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বুমরা কখনও নেটে বোলিং ঝালাই করছেন তো কখনও আবার জিমে ওজন তুলছেন।

বুমরার পিঠের চোট যে সেরে উঠেছে, তার ছাপ দেখা যাচ্ছে এই ভিডিওতে। এশিয়া কাপে বুমরার অভাব টের পেয়েছে ভারত। এ বার বুমরার ফের স্বমেজাজে ফেরার পালা। টি-২০ বিশ্বকাপের আগে, ছয়টি ম্যাচে খেলে নিজেকে যাচাই করার সুযোগ পাবেন। সেখানে টিম ম্যানেজমেন্টও দেখে নিতে পারবে, বিশ্বকাপের আগে বুমরা পুরোপুরি ম্যাচ ফিট হয়েছেন কিনা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে প্রোটিয়াদের বিরুদ্ধেও ৩টি টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন রোহিতরা। তারপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬, ৯ ও ১১ অক্টোবর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজও রয়েছে ভারতের। বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২টি ওয়ার্ম আপ ম্যাচেও খেলবে ভারত।

অস্ট্রেলিয়া সিরিজের ঘোষিত দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সামি, হর্ষল প্য়াটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা।

দক্ষিণ আফ্রিকা সিরিজের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্য়াটেল, অর্শদীপ সিং, মহম্মদ সামি, হর্ষল প্য়াটেল, দীপক চাহার, জসপ্রীত বুমরা।

টি ২০ বিশ্বকাপের ঘোষিত দল : রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, অর্শদীপ সিং।

এই খবরটিও পড়ুন



স্ট্যান্ড বাই: মহম্মদ সামি, শ্রেয়স আইয়ার, রবি বিষ্ণোই, দীপক চাহার।



Leave a Reply