ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে অবসর (Retirement) ঘোষণা করেন ‘রবি’।
ক্রিকেটকে বিদায় জানালেন রবিন উথাপ্পা
Image Credit source: Twitter
কলকাতা : ক্রিকেটের (Cricket) সব ফরম্যাটকেই বিদায় জানালেন রবিন উথাপ্পা (Robin Uthappa)। ইন্সটাগ্রামে দীর্ঘ পোস্টে অবসর (Retirement) ঘোষণা করেন ‘রবি’। লিখেছেন, ‘পেশাদার ক্রিকেটে ২০ বছর হয়ে গিয়েছে। দেশ, রাজ্যের হয়ে খেলা, অনবদ্য একটা সফর পূর্ণ করলাম। অনেক ওঠা নামা ছিল। বেশ কিছু তৃপ্তি, আনন্দ, স্বস্তির মুহূর্তও। সব ভালো জিনিসেরই ইতি হয়। আমার ক্ষেত্রেও তাই। ভারতের সব ধরণের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এ বার পরিবারকে পুরোপুরি সময় দিতে চাই। জীবনের নতুন দিকটা আবিষ্কার করতে চাই।’
বিস্তারিত আসছে…