Bayern Munich: চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অপরাজিত থাকার দৌড় এগিয়ে নিয়ে গেল বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে ৩৫ ম্যাচ অপরাজিত তারা। বিরতির আগেই ১০টি গোলের সুযোগ তৈরি হয়েছিল বার্সেলোনার। এক ঝাঁক সুযোগ নষ্টের খেসারত দিতে হল।
Image Credit source: TWITTER
মিউনিখ : উয়েফা চ্যাম্পিয়ন্স (UEFA Champions League) লিগে বায়ার্ন মিউনিখ বনাম বার্সেলোনা ম্যাচ ঘিরে আগ্রহ ছিল তুঙ্গে। একটা রুদ্ধশ্বাস ম্যাচ হবে এমনটাই প্রত্যাশিত। হলও তাই। ফল যদিও এক তরফা। মাত্র চার মিনিটের ধাক্কা। সামলে উঠতে পারল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা (Barcelona)। জার্মানির বায়ার্ন মিউনিখ (Bayern Munich) জিতল ২-০ ব্যবধানে। দুটি গোল এল মাত্র চার মিনিটের ব্যবধানে। বার্সেলোনার এক ঝাঁক সুযোগ নষ্ঠ। প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে বার্সার নতুন তারকা রবার্ট লেওয়ানডস্কির হতাশাজনক পারফরম্যান্স। প্রথমার্ধে অনবদ্য ফুটবল খেলেও দ্বিতীয়ার্ধে পরপর দু’গোল হজম বার্সেলানার। বায়ার্নের হয়ে ম্যাচের ৫০ ও ৫৪ মিনিটে গোল করেন লুকাস হার্নান্ডেজ এবং লেরয় সানে।
ম্যাচের পরিসংখ্যান বলছে, বায়ার্ন মিউনিখ শট নিয়েছে মাত্র ১৩টি। বার্সেলোনা ১৮। এর মধ্যে গোলমুখী শত দু’দলেরই ৪টি করে। বায়ার্ন এর দুটি গোলে পরিণত করে। বার্সেলোনা পারেনি। বল পজেশনের ক্ষেত্রে বায়ার্নের (৪৬%) তুলনায় এগিয়ে বার্সেলোনা (৫৪%)। বার্সেলোনা বরাবরই পাসিং ফুটবলে বাজিমাত করে। এই ম্যাচেও তারা পাস খেলেছে ৫৩৮টি। এখানেও পিছিয়ে বায়ার্ন। তাদের পাস ৪৭৫। নিখুঁত পাসের ক্ষেত্রেও এগিয়ে বার্সেলোনা (৮৫%)। বায়ার্ন সেখানে ৮২%। পরিসংখ্যান, বল পজেশন, নিখুঁত পাস, সুযোগ তৈরি, সবই অকেজো যদি না প্রত্যাশিত ফল আসে। বার্সেলোনার কাছে সেটাই হল। এক ঝাঁক সুযোগ পেয়েও ০-২ হার।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে অপরাজিত থাকার দৌড় এগিয়ে নিয়ে গেল বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বে ৩৫ ম্যাচ অপরাজিত তারা। গত মরসুমেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছে এই দুই দল। গত বার বায়ার্নের জার্সিতে খেলেছেন রবার্ট লেওয়ানডস্কি। এ মরসুমে বার্সেলোনায় সই করেছেন পোল্যান্ডের এই তারকা স্ট্রাইকার। প্রথম সাক্ষাতে প্রাক্তন ক্লাবের বিরুদ্ধে হতাশা ছাড়া কিছুই জুটল না। ম্যাচ শুরুর ২০ মিনিটের মধ্যেই জোড়া সুযোগ নষ্ট করেন লেওয়ানডস্কি। বিরতির আগেই ১০টি গোলের সুযোগ তৈরি হয়েছিল বার্সেলোনার। এক ঝাঁক সুযোগ নষ্টের খেসারত দিতে হল। ম্যাচের ৫০ মিনিটে বার্সার জালে বল ঢোকান লুকাস হার্নান্ডেজ। এক গোলের পর গুছিয়ে ওঠার আগেই ৫৪ মিনিটে বায়ার্নের হয়ে দ্বিতীয় গোল লেরয় সানের। ম্যাচের ৬৩ মিনিটে সের্জিও বুস্কেতসের পাস থেকে গোলের সুবর্ণ সুযোগ এসেছিল পেড্রির কাছে। বায়ার্ন গোলরক্ষক ম্য়ানুয়েল ন্যুয়েরকে পরাস্থ করলেও পেড্রির শট পোস্টে লাগে। এই ম্যাচ জিতে গ্রুপ সি-তে শীর্ষে বায়ার্ন মিউনিখ। ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা।