বিশ্বকাপে টিম ইন্ডিয়ার নতুন জার্সি?


Team India: নতুন এই জার্সি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা। কেউ বা বাহবা দিচ্ছেন এই জার্সি দেখে। অনেকে বলছেন, সঙ্গে একটু কমলা রঙের ছোঁয়া থাকলে ভালো হত।

Image Credit source: TWITTER

নয়াদিল্লি : আরও একটা টি ২০ বিশ্বকাপ (T20 World Cup)। এবার অস্ট্রেলিয়ায়। ভারতের জন্য আরও একটা টি ২০ বিশ্বকাপ ট্রফি কী না, তার জন্য অপেক্ষা। ২০০৭ সালে উদ্বোধনী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ট্রফি নিয়ে ফিরেছিল ভারত (Team India)। তারপর থেকে অপেক্ষা বেড়েছে। প্রতিবারই হতাশা। টি ২০ বিশ্বকাপের ইতিহাসে ভারতের সবচেয়ে খারাপ ফল হয়েছে গত বার। আরব আমিরশাহিতে হওয়া বিশ্বকাপে গ্রুপ পর্বেই ছিটকে গিয়েছে ভারত। এ বার রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে অস্ট্রেলিয়ায় ট্রফির খোঁজে যাবে ভারত। বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের দেখা যেতে পারে আকাশী-নীল জার্সিতে। ভারতীয় দলের কিট স্পনসরদের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। সমর্থকরাও কিনতে পারবেন নতুন এই জার্সি।

ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর এমপিএল একটি ভিডিও প্রকাশ করেছে। যাতে রয়েছেন অধিনায়ক রোহিত শর্মা, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং স্ট্যান্ড বাই ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ভিডিও বার্তায় তাঁরা আবেদন রেখেছেন স্বপ্নের জার্সির অংশ হওয়ার জন্য। ভিডিও-র সঙ্গে সমর্থদের উদ্দেশে লেখা হয়েছে- আপনাদের ছাড়া এই খেলায় আনন্দ নেই। আপনারাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিসিসিআইয়ের সঙ্গে আপনারাও সমর্থন দেখান, আপনাদের সেরা মুহূর্তগুলো ভাগ করে নিন। নতুন জার্সি সম্পর্কে খুব বেশি কিছু খোলসা করেনি ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর। রোহিত শর্মারা এই জার্সিতেই বিশ্বকাপে খেলতে নামবেন কী না, সে বিষয়েও পরিষ্কার করা হয়নি। তবে নতুন জার্সি এবং ভিডিও দেখে এমনটা আন্দাজ করা হচ্ছে। গত বছরও বিশ্বকাপের আগে নতুন জার্সি প্রকাশ করা হয়েছিল। সাদা বলের ক্রিকেটে সেই গাঢ় নীল রঙের জার্সি পরেই খেলে ভারতীয় দল।

নতুন এই জার্সি নিয়ে অবশ্য সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা। কেউ বা বাহবা দিচ্ছেন এই জার্সি দেখে। অনেকে বলছেন, সঙ্গে একটু কমলা রঙের ছোঁয়া থাকলে ভালো হত। অনেকে আবার এই জার্সি আনলে মানসিক ভাবে বেশ পরিবর্তন আসবে বলেও দাবি করেছেন। সোমবার টি ২০ বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। ১৬ অক্টোবর শুরু বিশ্বকাপ। ফাইনাল ১৩ নভেম্বর। এশিয়া কাপে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে ভারত। চোটের জন্য খেলতে পারেননি জসপ্রীত বুমরা, হর্ষল প্যাটেল। বিশ্বকাপের স্কোয়াডে দু’জনই রয়েছেন। বিতর্ক তৈরি হয়েছে মূল স্কোয়াডে মহম্মদ সামির মতো পেসারকে না রাখা নিয়ে। সামি রয়েছেন স্ট্যান্ড বাই হিসেবে। এশিয়া কাপে ফল ভালো না হওয়ায় এবার নজর টি ২০ বিশ্বকাপেই। তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ রয়েছে ভারতের।

Leave a Reply