UEFA Champions League: মাতিপের শেষ বেলার গোলে জয় লিভারপুলের


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ-এ এর ম্যাচে আয়াক্সের বিরুদ্ধে নেমেছিল লিভারপুল। অ্যানফিল্ডে ২-১ ব্যবধানে জিতেছেন সালাহরা। অন্যদিকে ভিক্টোরিয়া প্লজেনকে ২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। স্পোর্টিং সিপি ২ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। একইসঙ্গে গ্রুপ-বি এর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২ গোলে হারিয়েছে লেভারকুসেন।


Sep 14, 2022 | 2:00 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 14, 2022 | 2:00 PM




উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গ্রুপ-এ এর ম্যাচে আয়াক্সের বিরুদ্ধে নেমেছিল লিভারপুল। অ্যানফিল্ডে ২-১ ব্যবধানে জিতেছেন সালাহরা। অন্যদিকে ভিক্টোরিয়া প্লজেনকে ২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। স্পোর্টিং সিপি ২ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। একইসঙ্গে গ্রুপ-বি এর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২ গোলে হারিয়েছে লেভারকুসেন।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) গ্রুপ-এ এর ম্যাচে আয়াক্সের বিরুদ্ধে নেমেছিল লিভারপুল। অ্যানফিল্ডে ২-১ ব্যবধানে জিতেছেন সালাহরা। অন্যদিকে ভিক্টোরিয়া প্লজেনকে ২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। স্পোর্টিং সিপি ২ গোলে হারিয়ে দিয়েছে টটেনহ্যাম হটস্পারকে। একইসঙ্গে গ্রুপ-বি এর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২ গোলে হারিয়েছে লেভারকুসেন।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় দিয়োগো জোটার পাস থেকে গোল করে লিভারপুলকে (Liverpool) এগিয়ে দেন মিশরীয় রাজপুত্র মহম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে লিভারপুলের হয়ে ৩৪টি গোল করে ফেললেন সালাহ।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় দিয়োগো জোটার পাস থেকে গোল করে লিভারপুলকে (Liverpool) এগিয়ে দেন মিশরীয় রাজপুত্র মহম্মদ সালাহ। চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে লিভারপুলের হয়ে ৩৪টি গোল করে ফেললেন সালাহ।

২৭ মিনিটের মাথায় মহম্মদ কুদুসের গোলে সমতা ফেরায় আয়াক্স (Ajax)।

২৭ মিনিটের মাথায় মহম্মদ কুদুসের গোলে সমতা ফেরায় আয়াক্স (Ajax)।

ম্যাচের ৮৯ মিনিটের মাথায় জোয়েল মাতিপের (Joel Matip) গোলে জয় নিশ্চিত করে লিভারপুল। এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবলের দুই নম্বরে উঠে এসেছেন সালাহরা।

ম্যাচের ৮৯ মিনিটের মাথায় জোয়েল মাতিপের (Joel Matip) গোলে জয় নিশ্চিত করে লিভারপুল। এই ম্যাচে জয়ের ফলে লিগ টেবলের দুই নম্বরে উঠে এসেছেন সালাহরা।

গ্রুপ-সি এর ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এডিন জেকো এবং ডেন্জেল ডামফ্রিসের গোলে জিতেছে মিলান।

গ্রুপ-সি এর ম্যাচে ভিক্টোরিয়া প্লজেনকে ২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এডিন জেকো এবং ডেন্জেল ডামফ্রিসের গোলে জিতেছে মিলান।

গ্রুপ-ডি এর ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে শেষ বেলার দুই গোলে হারিয়ে দিয়েছে স্পোর্টিং সিপি। স্পোর্টিংয়ের হয়ে দুটি গোল পোলিনহো (৯০ মিনিট) ও আর্থারের (৯০+৩ মিনিট)।

গ্রুপ-ডি এর ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে শেষ বেলার দুই গোলে হারিয়ে দিয়েছে স্পোর্টিং সিপি। স্পোর্টিংয়ের হয়ে দুটি গোল পোলিনহো (৯০ মিনিট) ও আর্থারের (৯০+৩ মিনিট)।

গ্রুপ-বি এর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২ গোলে হারিয়েছে লেভারকুসেন। দুটি গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৮৪ মিনিটের মাথায় লেভারকুসেনের হয়ে প্রথম গোল রবার্ট অ্যান্ড্রিচের। ও ৮৭ মিনিটে লেভারকুসেনের হয়ে দ্বিতীয় গোল মৌসা দিয়াবির।

গ্রুপ-বি এর ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২ গোলে হারিয়েছে লেভারকুসেন। দুটি গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৮৪ মিনিটের মাথায় লেভারকুসেনের হয়ে প্রথম গোল রবার্ট অ্যান্ড্রিচের। ও ৮৭ মিনিটে লেভারকুসেনের হয়ে দ্বিতীয় গোল মৌসা দিয়াবির।






Most Read Stories


Leave a Reply