টি-২০ বিশ্বকাপের পর কোহলির অবসর! ভবিষ্যদ্বাণী রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের


বিরাট কোহলির পিছু ছাড়ছেন না পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। কোহলিকে টি-২০ ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়ে বসেছিলেন শাহিদ আফ্রিদি। বিরাটের অবসর নিয়ে এবার ভবিষ্যদ্বাণী সেদেশর পেস কিংবদন্তি শোয়েব আখতারের।

Image Credit source: Twitter

ইসলামাবাদ: টি-২০ ফরম্যাটে সদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য সমাপ্ত এশিয়া কাপে কোহলির ফর্মে ফেরা ভারতীয় দলের সবচেয়ে বড় স্বস্তির কারণ। বিরাট অনুরাগীরা হাঁফ ছেড়েছেন। অথচ প্রতিবেশী দেশ পাকিস্তানের যেন বিষয়টা ঠিক হজম হচ্ছে না। সেদেশের প্রাক্তন ক্রিকেটাররা কোহলির অবসর নিয়ে লেগে পড়েছেন। শাহিদ আফ্রিদি তো বড় মুখ করে বিরাটকে টি-২০ (T20) ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরামর্শই দিয়েই বসেছেন। ভালো ফর্মে থাকতে থাকতেই অবসর নিতে হয়। নয়তো টিম থেকে বাদ পড়লে মুখ থাকবে না— পাকিস্তানের টিভি চ্যানেলে বসে এই ধরনের কথাও বেরিয়েছে আফ্রিদির মুখ থেকে। ফের এক পাকিস্তানি ক্রিকেটার কোহলির টি-২০ অবসর  নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন। শোয়েব আখতার (Shoiab Akhtar)। সদ্য দুই হাঁটুতে অপারেশন হয়েছে রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করে বলে দিলেন, “কোহলি মনে হয় অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের পরই অবসর নিয়ে নেবে!”

টি-২০ বিশ্বকাপ শুরু হতে হাতে আর মাত্র একমাস। গতবছরের বিশ্বকাপে ভারতের পারফরম্যান্স ছিল জঘন্যতম। সংযুক্ত আরব আমিরশাহি থেকে মেন ইন ব্লু শুধু খালি হাতেই ফেরেনি। ব্যপক সমালোচনার মুখে পড়েন কোহলিরা। নেতৃত্ব ছেড়ে বর্তমানে শুধু ব্যাটিংয়ে মনোযোগী বিরাট। টি-২০ বিশ্বকাপে বিরাটের থেকে আরও ভালো পারফরম্যান্স দেখতে মুখিয়ে অনুরাগীরা। আর তখনই ওয়াঘার ওপার থেকে ক্ষুদ্রতম ফরম্যাটে কোহলির অবসর নিয়ে কখনও পরামর্শ, কখনও ভবিষ্যদ্বাণী ধেয়ে আসছে। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। পাকিস্তানের প্রাক্তন স্পিডস্টার শোয়েব আখতার তার আগে কোহলির টি-২০ ফরম্যাট থেকে বিরাট অবসর নিয়ে ভবিষ্যদ্বাণী করে ফেললেন।

তিনি বলেন, “টি-২০ বিশ্বকাপের পরপরই বিরাট কোহলি অবসর নিতে পারেন। অন্য ফরম্যাটে দীর্ঘদিন খেলার জন্য এই সিদ্ধান্ত নিতে পারেন। আমি ওর জায়গায় থাকলে ভবিষ্যতের কথা চিন্তা করে অবসরের সিদ্ধান্ত নিতাম।” অর্থাৎ বাকি ফরম্যাটগুলিতে বেশি করে জোর দিতেই কোহলি এই সিদ্ধান্ত নিয়ে পারেন বলে অনুমান শোয়েবের। বিরাটকে নিয়ে আফ্রিদির মন্তব্যে বেশ জলঘোলা হয়েছে। ক্রিকেটার অমিত মিশ্র বিরাটকে এসব থেকে দূরে রাখার পরামর্শ দেন আফ্রিদিকে। শোয়েবের মন্তব্যেও বিতর্কের আঁচ পাওয়া যাচ্ছে।

Leave a Reply