রোনাল্ডোর নজির ভাঙলেন মেসি, জিতল রিয়ালও


উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জিতল পিএসজি, রিয়াল মাদ্রিদ। পিএসজির ম্যাচ ছিল মাকাবি হাইফার বিরুদ্ধে। পিছিয়ে পড়েও শেষ অবধি পিএসজির জয় ৩-১ গোলে। কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি এবং নেইমার। তিন তারকাই গোল করলেন। অন্য ম্যাচে আরবি লিপজিগকে ২-০ ব্যবধানে হারাল রিয়াল মাদ্রিদ।


Sep 15, 2022 | 7:00 AM

| Edited By: Dipankar Ghoshal

Sep 15, 2022 | 7:00 AM




উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ গোলে জিতল পিএসজি (PSG)। জারন চেরির গোলে ২৪ মিনিটে লিড নেয় মাকাবি। (ছবি : টুইটার)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (UEFA Champions League) ইজরায়েলের ক্লাব মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ গোলে জিতল পিএসজি (PSG)। জারন চেরির গোলে ২৪ মিনিটে লিড নেয় মাকাবি। (ছবি : টুইটার)

ম্যাচের ৩৭ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান লিওনেল মেসি (Lionel Messi)। সঙ্গে জোড়া রেকর্ডও গড়লেন আর্জেন্টাইন তারকা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রতিযোগিতায় প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মরসুম গোলের নজির মেসির। (ছবি : টুইটার)

ম্যাচের ৩৭ মিনিটে পিএসজির হয়ে সমতা ফেরান লিওনেল মেসি (Lionel Messi)। সঙ্গে জোড়া রেকর্ডও গড়লেন আর্জেন্টাইন তারকা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে এই প্রতিযোগিতায় প্রথম ফুটবলার হিসেবে টানা ১৮ মরসুম গোলের নজির মেসির। (ছবি : টুইটার)

এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নজিরও ভাঙলেন মেসি। ইজরায়েলের ক্লাবের বিরুদ্ধে প্রথম গোল মেসির। চ্যাম্পিয়ন্স লিগে ৩৯ টি ভিন্ন দলের বিরুদ্ধে গোলের রেকর্ড মেসির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৮ টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন। তাঁকে ছাপিয়ে গেলেন মেসি। (ছবি : টুইটার)

এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নজিরও ভাঙলেন মেসি। ইজরায়েলের ক্লাবের বিরুদ্ধে প্রথম গোল মেসির। চ্যাম্পিয়ন্স লিগে ৩৯ টি ভিন্ন দলের বিরুদ্ধে গোলের রেকর্ড মেসির। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৮ টি ভিন্ন দলের বিরুদ্ধে গোল করেছেন। তাঁকে ছাপিয়ে গেলেন মেসি। (ছবি : টুইটার)

পিএসজির ৩-১'র জয়ে বাকি দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappé) এবং ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র (Neymar jr)। এম-এন-এম ত্রয়ীর গোলে উচ্ছ্বসিত পিএসজি শিবির। (ছবি : টুইটার)

পিএসজির ৩-১’র জয়ে বাকি দুটি গোল করেন কিলিয়ান এমবাপ্পে (Kylian Mbappé) এবং ব্রাজিলিয় তারকা নেইমার জুনিয়র (Neymar jr)। এম-এন-এম ত্রয়ীর গোলে উচ্ছ্বসিত পিএসজি শিবির। (ছবি : টুইটার)

অন্য ম্যাচে আরবি লিপজিগকে ২-০ গোলে হারাল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন ফেডেরিকো ভালভার্দে। ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান মার্কো আসেন্সিও। (ছবি : টুইটার)

অন্য ম্যাচে আরবি লিপজিগকে ২-০ গোলে হারাল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ (Real Madrid)। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে রিয়ালকে এগিয়ে দেন ফেডেরিকো ভালভার্দে। ইনজুরি টাইমে ব্যবধান বাড়ান মার্কো আসেন্সিও। (ছবি : টুইটার)






Most Read Stories


Leave a Reply