হঠাৎ অবসর ঘোষণা অজি তারকা রাচেল হেইনেসের


হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজি কিংদবদন্তি মহিলা ক্রিকেটার রাচেল হেইনেসের। ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। ২০১৮ সালে অজি মহিলা ক্রিকেট দলের সহঅধিনায়ক হয়েছিলেন তিনি। রাচেল এ বার থেকে ঘরোয়া ক্রিকেট খেলবেন না। তবে আসন্ন মহিলাদের বিগ ব্যাশ লিগে তিনি শেষবারের মতো সিডনি থান্ডারের হয়ে খেলবেন।


Sep 15, 2022 | 2:00 PM

| Edited By: Sanghamitra Chakraborty

Sep 15, 2022 | 2:00 PM




হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজি কিংবদন্তি মহিলা ক্রিকেটার রাচেল হেইনেসের (Rachael Haynes)। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

হঠাৎ করেই ক্রিকেট থেকে অবসর ঘোষণা অজি কিংবদন্তি মহিলা ক্রিকেটার রাচেল হেইনেসের (Rachael Haynes)। ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবর জানানো হয়েছে। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

২০১৮ সালে অজি মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক হয়েছিলেন তিনি। রাচেল এ বার থেকে ঘরোয়া ক্রিকেট খেলবেন না। তবে আসন্ন মহিলাদের বিগ ব্যাশ লিগে তিনি শেষবারের মতো সিডনি থান্ডারের হয়ে খেলবেন। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

২০১৮ সালে অজি মহিলা ক্রিকেট দলের সহ-অধিনায়ক হয়েছিলেন তিনি। রাচেল এ বার থেকে ঘরোয়া ক্রিকেট খেলবেন না। তবে আসন্ন মহিলাদের বিগ ব্যাশ লিগে তিনি শেষবারের মতো সিডনি থান্ডারের হয়ে খেলবেন। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

২০০৯ সালে লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে রাচেলের অভিষেক হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি টেস্ট, ৭৭টি ওয়ান ডে এবং ৮৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। রাচেল আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ২৫৮৫ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫০ রান করেছেন। (ছবি-টুইটার)

২০০৯ সালে লর্ডসে আন্তর্জাতিক ক্রিকেটে রাচেলের অভিষেক হয়েছিল। অস্ট্রেলিয়ার হয়ে ৬টি টেস্ট, ৭৭টি ওয়ান ডে এবং ৮৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। রাচেল আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটে ২৫৮৫ রান এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ৮৫০ রান করেছেন। (ছবি-টুইটার)

দেশের হয়ে রাচেল ২টি ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছেন। এবং ৩ বার টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অজি দলের সদস্যও ছিলেন রাচেল। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

দেশের হয়ে রাচেল ২টি ওয়ান ডে বিশ্বকাপ ট্রফি হাতে তুলেছেন। এবং ৩ বার টি-২০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অজি দলের সদস্যও ছিলেন রাচেল। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

নিজের অবসরের দিন একখানা ছেলেবেলার ছবি শেয়ার করে রাচেল লিখেছেন, "আপনাদের সকলের বার্তা পেয়ে আজ দারুণ লাগছে। আপনি যদি এই মেয়েটিকে বলতেন যে সে তার দেশের জন্য একটি ম্যাচে খেলবে। তা হলে সেটা করার জন্য ও মুখিয়ে থাকত। এটা একটা গর্বের বিষয়... যাই হোক, আমি বুঝতে পেরেছি যে জিনিসগুলো কীভাবে শুরু হয়েছে - আমার হেলমেটের নীচে চুল রয়েছে।"। (ছবি-রাচেল হেইনেস টুইটার)

নিজের অবসরের দিন একখানা ছেলেবেলার ছবি শেয়ার করে রাচেল লিখেছেন, “আপনাদের সকলের বার্তা পেয়ে আজ দারুণ লাগছে। আপনি যদি এই মেয়েটিকে বলতেন যে সে তার দেশের জন্য একটি ম্যাচে খেলবে। তা হলে সেটা করার জন্য ও মুখিয়ে থাকত। এটা একটা গর্বের বিষয়… যাই হোক, আমি বুঝতে পেরেছি যে জিনিসগুলো কীভাবে শুরু হয়েছে – আমার হেলমেটের নীচে চুল রয়েছে।”। (ছবি-রাচেল হেইনেস টুইটার)






Most Read Stories


Leave a Reply