Neeraj Chopra: মাঝ আকাশে ভাসছেন নীরজ, সুইৎজারল্যান্ডে জমিয়ে ছুটি উপভোগ


বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে ঐতিহাসিক সোনা জয়ের পর রজার ফেডেরারের দেশ সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেশের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া।


Sep 15, 2022 | 7:30 AM

| Edited By: Tithimala Maji

Sep 15, 2022 | 7:30 AM




বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে ঐতিহাসিক সোনা জয়ের পর রজার ফেডেরারের দেশ সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেশের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। (ছবি:ইনস্টাগ্রাম)

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো, ডায়মন্ড লিগে ঐতিহাসিক সোনা জয়ের পর রজার ফেডেরারের দেশ সুইৎজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন দেশের তারকা অ্যাথলিট নীরজ চোপড়া। (ছবি:ইনস্টাগ্রাম)

ডায়মন্ড লিগ ফাইনালস অনুষ্ঠিত হয়েছে সুইৎজারল্যান্ডের জুরিখে। প্রতিযোগিতার শেষ হওয়ার পর স্বপ্নের দেশে কয়েকটা দিন কাটিয়ে ফেরার সিদ্ধান্ত নেন নীরজ।(ছবি:ইনস্টাগ্রাম)

ডায়মন্ড লিগ ফাইনালস অনুষ্ঠিত হয়েছে সুইৎজারল্যান্ডের জুরিখে। প্রতিযোগিতার শেষ হওয়ার পর স্বপ্নের দেশে কয়েকটা দিন কাটিয়ে ফেরার সিদ্ধান্ত নেন নীরজ।(ছবি:ইনস্টাগ্রাম)

সুইৎজারল্যান্ডে কী কী করলেন সোনার ছেলে? তারকা জ্যাভলিন থ্রোয়ারের ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা জানা যাবে।(ছবি:ইনস্টাগ্রাম)

সুইৎজারল্যান্ডে কী কী করলেন সোনার ছেলে? তারকা জ্যাভলিন থ্রোয়ারের ইনস্টাগ্রামে চোখ রাখলেই তা জানা যাবে।(ছবি:ইনস্টাগ্রাম)

পিছনে পাহাড় আৎ চারিদিকে সাদা বরফ। সুইৎজারল্যান্ডের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে গেলেন নীরজ। (ছবি:ইনস্টাগ্রাম)

পিছনে পাহাড় আৎ চারিদিকে সাদা বরফ। সুইৎজারল্যান্ডের এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে হারিয়ে গেলেন নীরজ। (ছবি:ইনস্টাগ্রাম)

হাড়কাঁপানো ঠান্ডাতেও জিন্স আর টি শার্টে কয়েকটা ছবিতে পোজ দিলেন। বরফের মাঝে জ্যাভলিন ছোড়ার ভঙ্গিতে নীরজের ছবিগুলি বেশ ভাইরাল।(ছবি:ইনস্টাগ্রাম)

হাড়কাঁপানো ঠান্ডাতেও জিন্স আর টি শার্টে কয়েকটা ছবিতে পোজ দিলেন। বরফের মাঝে জ্যাভলিন ছোড়ার ভঙ্গিতে নীরজের ছবিগুলি বেশ ভাইরাল।(ছবি:ইনস্টাগ্রাম)

স্কাই ডাইভিংয়ের থ্রিলিং অভিজ্ঞতাও অর্জন করে ফেলেছেন নীরজ। মাঝ আকাশে পাখির মতো উড়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

স্কাই ডাইভিংয়ের থ্রিলিং অভিজ্ঞতাও অর্জন করে ফেলেছেন নীরজ। মাঝ আকাশে পাখির মতো উড়েছেন।(ছবি:ইনস্টাগ্রাম)

নীরজের ছবিগুলি সুইৎজারল্যান্ডের জুংফ্রাউজোচের। যেটি ইউরোপের সর্বোচ্চ স্থান। (ছবি:ইনস্টাগ্রাম)

নীরজের ছবিগুলি সুইৎজারল্যান্ডের জুংফ্রাউজোচের। যেটি ইউরোপের সর্বোচ্চ স্থান। (ছবি:ইনস্টাগ্রাম)






Most Read Stories


Leave a Reply