এডবার্গের একটা পরামর্শেই বদলে যায় ফেডেরারের টেনিসজীবন


আটের দশকে টেনিস বিশ্বে জনপ্রিয় ছিলেন এডবার্গ। ৬টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। সেই সুইডিশ টেনিস তারকাকে কাছে পেয়েই বদলে যায় ফেডেরারের টেনিসজীবন।

Image Credit source: Twitter

জুরিখ: বৃহস্পতিবারের রাত মোটেই স্বস্তি দেয়নি টেনিস বিশ্বকে। রজার ফেডেরারের অবসর (Roger Federer Retires) ঘোষণায় বিষাদ নেমে এসেছে টেনিসমহলে। লেভার কাপে (Laver Cup) শেষ বার টেনিস ব়্যাকেট হাতে দেখা যাবে সুইস সুপারস্টারকে। তারপর…। নাহ! উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন কিংবা যুক্তরাষ্ট্র ওপেন- কোথাও দেখা যাবে না ফেড এক্সপ্রেসকে। যে ব্যাকহ্যান্ড দেখে মোহিত হয়েছিল বিশ্ব, যে ফোরহ্যান্ড স্ম্যাশ দেখার জন্য কয়েকশো কিলোমিটার পথ হেঁটেছিলেন দর্শকরা তা আর দেখা যাবে না। পুরনো ভিডিও আর ইউটিউবে দেখেই মনকে সান্ত্বনা দিতে পারবেন টেনিসভক্তরা। শেষ কয়েক বছর চোট যন্ত্রণায় ভুগছিলেন ফেডেরার। সেখান থেকে আর বেরিয়ে আসতে পারলেন না। শেষমেশ ব়্যাকেট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন ফেড এক্সপ্রেস।

প্রত্যেক খেলোয়াড়েরই খারাপ সময় আসে। তেমনই ২০১৩ সালে খারাপ সময়ের মধ্যে দিয়ে যান ফেডেরার। কোমরের চোটে ভুগছিলেন সুইস সুপারস্টার। ঠিক তখনই স্তেফান এডবার্গকে কোচ করলেন ফেডেরার। ২ বছরের জন্য তাঁকে কোচিং করানোর অনুরোধ জানান সুইস সুপারস্টার। গুরু-শিষ্যের ওই জুটিই ফের টেনিস কোর্টে মহাকাব্যিক প্রত্যাবর্তন ঘটিয়েছিল ফেডেরারের। আটের দশকে টেনিস বিশ্বে জনপ্রিয় ছিলেন এডবার্গ। ৬টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। সেই সুইডিশ টেনিস তারকাকে কাছে পেয়েই বদলে যায় ফেডেরারের টেনিসজীবন।

ফেডেরারকে টেনিস ব়্যাকেট পাল্টানোর পরামর্শ দেন এডবার্গ। উইলসন প্রো-এর ব়্যাকেট ছেড়ে নতুন মডেল RF 97-এ খেলা শুরু করেন ফেডেরার। কোর্টে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সুইস সুপারস্টার। ফেডেরারের মেন্টরের ওই দাওয়াই কাজে দিয়েছিল। দুবাইয়ে সপ্তাহের পর সপ্তাহ ফেডেরারের সঙ্গে কাটাতেন এডবার্গ। নতুন ব়্যাকেটে খেলার আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। নতুন টেনিস ব়্যাকেটে অনেক বেশি স্পিড ছিল। এমনকি ব্যাকহ্যান্ডেও আরও সপ্রতিভ হয়ে ওঠেন সুইস রাজপুত্র। ব্যাকহ্যান্ড, ভলি আর সার্ভে আরও গতি বাড়াতেই ব়্যাকেট পরিবর্তনের পরামর্শ দেন এডবার্গ।

Leave a Reply