আটের দশকে টেনিস বিশ্বে জনপ্রিয় ছিলেন এডবার্গ। ৬টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। সেই সুইডিশ টেনিস তারকাকে কাছে পেয়েই বদলে যায় ফেডেরারের টেনিসজীবন।
Image Credit source: Twitter
প্রত্যেক খেলোয়াড়েরই খারাপ সময় আসে। তেমনই ২০১৩ সালে খারাপ সময়ের মধ্যে দিয়ে যান ফেডেরার। কোমরের চোটে ভুগছিলেন সুইস সুপারস্টার। ঠিক তখনই স্তেফান এডবার্গকে কোচ করলেন ফেডেরার। ২ বছরের জন্য তাঁকে কোচিং করানোর অনুরোধ জানান সুইস সুপারস্টার। গুরু-শিষ্যের ওই জুটিই ফের টেনিস কোর্টে মহাকাব্যিক প্রত্যাবর্তন ঘটিয়েছিল ফেডেরারের। আটের দশকে টেনিস বিশ্বে জনপ্রিয় ছিলেন এডবার্গ। ৬টা গ্র্যান্ড স্ল্যাম রয়েছে তাঁর ঝুলিতে। সেই সুইডিশ টেনিস তারকাকে কাছে পেয়েই বদলে যায় ফেডেরারের টেনিসজীবন।
ফেডেরারকে টেনিস ব়্যাকেট পাল্টানোর পরামর্শ দেন এডবার্গ। উইলসন প্রো-এর ব়্যাকেট ছেড়ে নতুন মডেল RF 97-এ খেলা শুরু করেন ফেডেরার। কোর্টে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সুইস সুপারস্টার। ফেডেরারের মেন্টরের ওই দাওয়াই কাজে দিয়েছিল। দুবাইয়ে সপ্তাহের পর সপ্তাহ ফেডেরারের সঙ্গে কাটাতেন এডবার্গ। নতুন ব়্যাকেটে খেলার আত্মবিশ্বাস জুগিয়েছিলেন। নতুন টেনিস ব়্যাকেটে অনেক বেশি স্পিড ছিল। এমনকি ব্যাকহ্যান্ডেও আরও সপ্রতিভ হয়ে ওঠেন সুইস রাজপুত্র। ব্যাকহ্যান্ড, ভলি আর সার্ভে আরও গতি বাড়াতেই ব়্যাকেট পরিবর্তনের পরামর্শ দেন এডবার্গ।