Roger Federer: বদমেজাজ, খামখেয়ালিপনা; ছোটোবেলায় বল বয় হতে চাইতেন ফেডেরার!


১৯৮১ সালে ৮ অগাস্ট বাসেলে জন্মগ্রহণ ফেডেরারের। লন টেনিসের প্রতি ছোট থেকেই ছিল আলাদা ঝোঁক। চার বছর বয়সে টিভিতে বরিস বেকারকে উইম্বলডন জিততে দেখে টেনিসের প্রেমে পড়ে যান রজার।


Sep 16, 2022 | 9:00 AM

| Edited By: Tithimala Maji

Sep 16, 2022 | 9:00 AM




১৯৯৩ সালে ১১ বছরের রজার ফেডেরার সুইস ইন্ডোরসের বল বয় ছিলেন। একদিন হাসতে হাসতে রজার বলেন, "ছোটোবেলার আমি বরাবর বল বয় হতে চাইতাম"। (ছবি:টুইটার)

১৯৯৩ সালে ১১ বছরের রজার ফেডেরার সুইস ইন্ডোরসের বল বয় ছিলেন। একদিন হাসতে হাসতে রজার বলেন, “ছোটোবেলার আমি বরাবর বল বয় হতে চাইতাম”। (ছবি:টুইটার)

১৯৮১ সালে ৮  অগাস্ট বাসেলে জন্মগ্রহণ ফেডেরারের। লন টেনিসের প্রতি ছোট থেকেই ছিল আলাদা ঝোঁক। চার বছর বয়সে টিভিতে বরিস বেকারকে উইম্বলডন জিততে দেখে টেনিসের প্রেমে পড়ে যান রজার।(ছবি:টুইটার)

১৯৮১ সালে ৮ অগাস্ট বাসেলে জন্মগ্রহণ ফেডেরারের। লন টেনিসের প্রতি ছোট থেকেই ছিল আলাদা ঝোঁক। চার বছর বয়সে টিভিতে বরিস বেকারকে উইম্বলডন জিততে দেখে টেনিসের প্রেমে পড়ে যান রজার।(ছবি:টুইটার)

ছয় বছর বয়স থেকে শুরু হয় নিয়মিত টেনিসের অনুশীলন। সবার থেকে আলাদাভাবে নজর কাড়তেন ফেডেরার।(ছবি:টুইটার)

ছয় বছর বয়স থেকে শুরু হয় নিয়মিত টেনিসের অনুশীলন। সবার থেকে আলাদাভাবে নজর কাড়তেন ফেডেরার।(ছবি:টুইটার)

ছোটো বয়স থেকে প্রতিভার বিচ্ছুরণ দেখা গিয়েছিল। তবে কিশোর ফেডেরারের খামখেয়ালি মনোভাব ছিল চিন্তার কারণ।(ছবি:টুইটার)

ছোটো বয়স থেকে প্রতিভার বিচ্ছুরণ দেখা গিয়েছিল। তবে কিশোর ফেডেরারের খামখেয়ালি মনোভাব ছিল চিন্তার কারণ।(ছবি:টুইটার)

অল্পেতেই মেজাজ হারিয়ে ফেলতেন। ভেঙে ফেলতেন ব়্যাকেট। আজকের আপাদমস্তক ভদ্রলোক ফেডেরারকে দেখে বোঝা মুশকিল। বয়স বাড়তেই নিজেকে পরিবর্তন করে টেনিস বিশ্বের সর্বকালের অন্যতম সেরার আসনটা দখল করে নেন রজার ফেডেরার। (ছবি:টুইটার)

অল্পেতেই মেজাজ হারিয়ে ফেলতেন। ভেঙে ফেলতেন ব়্যাকেট। আজকের আপাদমস্তক ভদ্রলোক ফেডেরারকে দেখে বোঝা মুশকিল। বয়স বাড়তেই নিজেকে পরিবর্তন করে টেনিস বিশ্বের সর্বকালের অন্যতম সেরার আসনটা দখল করে নেন রজার ফেডেরার। (ছবি:টুইটার)






Most Read Stories


Leave a Reply