EPL: পূজারা কত ভালো কোচ, ওয়েবস্টারদের ব্যাটিংয়েই তা ধরা পড়ল। বেশ কিছু বলই মাঝ ব্যাটে খেললেন। ডিফেন্সেও নজর কাড়লেন। নেট সেশনের পর পূজারাকে জার্সি উপহার দেন দুই ফুটবলার।
Image Credit source: TWITTER
নয়াদিল্লি : টেস্ট স্পেশালিস্ট। চেতেশ্বর পূজারার (Cheteswar Pujara) সঙ্গে এই ট্যাগ জুড়ে রয়েছে বহুদিন থেকেই। ইংল্যান্ডে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে পূজারা দেখিয়ে দিয়েছেন, এই ফরম্যাটেও কতটা দক্ষ তিনি। ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা চেতেশ্বর পূজারা কোচিংয়েও কম যান না। তাও আবার ইংলিশ প্রিমিয়ার লিগের (EPL) ফুটবলারদের! এমনটাই করেছেন পূজারা। আর তাঁর কোচিংয়ে (Batting Class) উচ্ছ্বসিত প্রিমিয়ার লিগের ফুটবলাররা। এ বার কাউন্টি ক্রিকেটে তাক লাগানো পারফরম্যান্স করেছেন চেতেশ্বর পূজারা। মাল্টি ডে এবং ৫০ ওভার দুই ফরম্যাটেই।
“2 minutes with @cheteshwar1 and he is a genius” @OfficialBHAFC‘s @AdamWebster31 and Solly March got some ? tips from Pujara and you can see the result ? pic.twitter.com/Nc3KgQY1GS
— Premier League India (@PLforIndia) September 17, 2022
ভারতের অন্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পূজারার থেকে ক্রিকেটের ট্রেনিংই নিলেন প্রিমিয়ার লিগের ফুটবলার। সম্প্রতি সাসেক্স ট্রেনিং সেন্টারে ব্রাইটন এবং হোভ অ্যালবিয়নের অ্যাডাম ওয়েবস্টার ও সোলি মার্চকে ক্রিকেট শেখান পূজারা। প্রিমিয়ার লিগ ইন্ডিয়ার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেই ভিডিও প্রকাশ করা হয়েছে। পূজারার থেকে ব্যাটিং শিখে খেলারও চেষ্টা করলেন ওয়েবস্টার। পূজারা কত ভালো কোচ, ওয়েবস্টারদের ব্যাটিংয়েই তা ধরা পড়ল। বেশ কিছু বলই মাঝ ব্যাটে খেললেন। ডিফেন্সেও নজর কাড়লেন। নেট সেশনের পর পূজারাকে জার্সি উপহার দেন দুই ফুটবলার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও।
“My favourite team is @ManUtd” @cheteshwar1 on the fandom of the #PL in the @BCCI camp pic.twitter.com/EmWwTkI9y5
— Premier League India (@PLforIndia) September 7, 2022
কিছুদিন আগে প্রিমিয়ার লিগের তরফে আরও একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। ভারতবর্ষে প্রিমিয়ার লিগ কতটা জনপ্রিয় সে বিষয়ে বলেন পূজারা। প্রিমিয়ার লিগে তাঁর পছন্দের ক্লাবের কথাও জানান ভারতীয় টেস্ট দলের এই ব্যাটার। পূজারা জানিয়েছিলেন, প্রিমিয়ার লিগে তাঁর প্রিয় ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ভারতীয় ক্রিকেট দলের অন্যান্য সদস্যদের মধ্যেও প্রিমিয়ার লিগ কতটা জনপ্রিয় সে প্রসঙ্গেও জানিয়েছিলেন পূজারা।