Eden Gardens: স্বর্গোদ্যানে আলোর রোশনাই, ইডেনে জমকালো লেজার শো


ইডেন গার্ডেন্সে লেজার শো। আলোর ঝলকানিতে শুক্র-রাতে মায়াময় হয়ে উঠল ক্রিকেটের নন্দন কানন।


Sep 17, 2022 | 9:30 AM

| Edited By: Tithimala Maji

Sep 17, 2022 | 9:30 AM




ইডেন গার্ডেন্সে লেজার শো। আলোর ঝলকানিতে শুক্র-রাতে মায়াময় হয়ে উঠল ক্রিকেটের নন্দন কানন। (ছবি:নিজস্ব)

ইডেন গার্ডেন্সে লেজার শো। আলোর ঝলকানিতে শুক্র-রাতে মায়াময় হয়ে উঠল ক্রিকেটের নন্দন কানন। (ছবি:নিজস্ব)

সামনের বছর ক্রিকেট বিশ্বকাপ। তার আগে পরীক্ষামূলকভাবে লেজার শো হল ক্রিকেটের নন্দনকাননে। ছবি:নিজস্ব)

সামনের বছর ক্রিকেট বিশ্বকাপ। তার আগে পরীক্ষামূলকভাবে লেজার শো হল ক্রিকেটের নন্দনকাননে। ছবি:নিজস্ব)

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে লেজার শো চলাকালীন ব্যাকগ্রাউন্ডে বাজল 'বন্দেমাতরম'।(ছবি:নিজস্ব)

স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে লেজার শো চলাকালীন ব্যাকগ্রাউন্ডে বাজল ‘বন্দেমাতরম’।(ছবি:নিজস্ব)

লেজেন্ডস লিগ ক্রিকেটে এদিন ছিল ইন্ডিয়া মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে ম্যাচ। ম্যাচ তেমন উপভোগ্য না হলেও, প্রাক্তনীদের রিইউনিয়নে উজ্জ্বল মুহূর্ত হয়ে থাকল ইডেনের লেজার শো।(ছবি:নিজস্ব)

লেজেন্ডস লিগ ক্রিকেটে এদিন ছিল ইন্ডিয়া মহারাজাস এবং ওয়ার্ল্ড জায়ান্টসের মধ্যে ম্যাচ। ম্যাচ তেমন উপভোগ্য না হলেও, প্রাক্তনীদের রিইউনিয়নে উজ্জ্বল মুহূর্ত হয়ে থাকল ইডেনের লেজার শো।(ছবি:নিজস্ব)

 আইপিএলের ধাঁচে ডিজে বেজেছে, জ্বলেছে নিয়ন আলো। ইনিংসের বিরতিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল জমকালো লেজার শো।(ছবি:নিজস্ব)

আইপিএলের ধাঁচে ডিজে বেজেছে, জ্বলেছে নিয়ন আলো। ইনিংসের বিরতিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল জমকালো লেজার শো।(ছবি:নিজস্ব)






Most Read Stories


Leave a Reply