Laver Cup: ফেডেরারের শেষ টুর্নামেন্ট, কোথায় ও কবে দেখবেন লেভার কাপ?


লেভার কাপ রজার ফেডেরারের জীবনের শেষ টুর্নামেন্ট। ৪১ বছর বয়সের টেনিস কিংবদন্তি তাঁর বর্ণময় কেরিয়ারের ইতি ঘোষণা করেছেন সম্প্রতি।

Image Credit source: Twitter

লন্ডন: বিদায় ঘোষণার সময় জানিয়ে দিয়েছেন, লন্ডনে লেভার কাপ হবে তাঁর ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারের শেষ টুর্নামেন্ট। শেষবার পেশাদার সার্কিটে রজার ফেডেরারকে দেখতে মুখিয়ে টেনিসপ্রেমীরা। আগামী সপ্তাহে লন্ডনে শুরু হচ্ছে লেভার কাপ। বসবে চাঁদের হাট। কে নেই সেখানে। ফেডেরার ছাড়াও রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ, অ্যান্ডি মারে। লন্ডনে টিম ইউরোপের সঙ্গে এক দলের হয়ে খেলতে নামবেন জোকার। এই প্রথম চার মহারথীকে একে অপরের বিপক্ষে নয়, সতীর্থ হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে খেলতে দেখা যাবে। স্বপ্নের এই দলের নেতৃত্বে থাকছেন বিয়ন বর্গ। এমনিতেই লেভার কাপকে নিয়ে উত্তেজনার শেষ ছিল না। ফেডেরার অবসর ঘোষণা করায় এক ঐতিহাসিক প্রতিযোগিতা হতে চলেছে ২০২২ সালের লেভার কাপ।

২০২২ লেভার কাপ কবে শুরু হচ্ছে?

প্রতিযোগিতা শুরু হবে ২৩ সেপ্টেম্বর। শেষ ২৫ সেপ্টেম্বর। ইংল্যান্ডের ০২ এরিনায় টেনিসের মহারথীরা এক ছাদের নীচে খেলবেন।

লেভার কাপে কোন কোন টিম খেলবে?

টিম ইউরোপ: রজার ফেডেরার (সুইৎজারল্যান্ড), রাফায়েল নাদাল (স্পেন), নোভাক জকোভিচ (সার্বিয়া), অ্যান্ডি মারে (গ্রেট ব্রিটেন), কাসপার রুড (নরওয়ে), স্টেফানোস সিসিপাস (গ্রিস)

অধিনায়ক : বিয়ন বর্গ
সহ-অধিনায়ক : থমাস এনকুইভিস্ট

টিম ওয়ার্ল্ড: ফ্রান্সেস টিফো (আমেরিকা), টেলর ফ্রিৎজ (আমেরিকা), ফেলিক্স অগার আলিয়াসিমি (কানাডা), দিয়েগো সোয়ার্ৎজম্যান (আর্জেন্টিনা), অ্যালেক্স ডি মিনাউর (অস্ট্রেলিয়া), জ্যাক সক (আমেরিকা)।

অধিনায়ক : জন ম্যাকেনরো
সহ-অধিনায়ক : প্যাট্রিক ম্যাকেনরো

২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলা হবে। সিঙ্গলস ও ডাবলস ম্যাচ মিলিয়ে। ২০১৭ সালে শুরু হওয়া অস্ট্রেলিয়ান কিংবদন্তি রড লেভারের নামাঙ্কিত এই টুর্নামেন্টে দুটি টিমে ছয়জন করে সদস্য থাকে। চারটি সংস্করণে এখনও পর্যন্ত টিম ইউরোপ প্রতিবার জয়ী হয়েছে।



Leave a Reply