ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে এই প্রশ্নের উত্তর অনেকে জানতে চেয়েছেন। তাই আজকের এই আর্টিকেলে আমি বলবো ডিজিটাল মার্কেটিং শিখার উপায় এবং কত দিন লাগবে।
বর্তমানে ইন্টারনেটে টাকা ইনকাম করার যত গুলো উপায় রয়েছে তার মধ্যে অন্যতম সেরা ও সহজ উপায় হলো ডিজিটাল মার্কেটিং।
আপনি যদি আমার কাছে প্রশ্ন করেন ভাই অনলাইনে কাজ শিখবো, কোন কাজটি সহজ হবে? তাহলে আমি মুহূর্তে বলে দিবো digital marketing.
ডিজিটাল মার্কেটিং শিখতে আপনার কোনো উচ্চ লেভেলের সার্টিফিকেটের দরকার নেই। প্রায় সব ধরনের মানুষ এই ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন।
তাছাড়া বর্তমান যুগে প্রত্যেকটি বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বা কোম্পানি গুলো তাদের প্রোডাক্টের বিজ্ঞাপন দেওয়া জন্য অনলাইন প্লাটফর্ম গুলো বেঁচে নিয়েছে।
তাই বড় বড় প্রতিষ্ঠান বা কোম্পানি গুলো প্রোডাক্টের প্রচার করার জন্য উচ্চ দক্ষতাসম্পূন্ন ডিজিটাল মার্কেটিং পেশাদারদের নিয়েগ দেয়।
এখন আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান এবং জানতে চান, ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে এবং কি কি শিখতে হবে তাহলে এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়ুন।
সহজ ভাষায় ডিজিটাল মার্কেটিং কি? (What is digital marketing in bangla)
ডিজিটাল মার্কেটিং হলো অনলাইনে পণ্যের বিজ্ঞাপন প্রচার করা। এই প্রচার আপনি বিভিন্ন মাধ্যমে করতে পারেন।
যেমন- সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়া এর মাধ্যমে, ইমেইল মার্কেটিং এর মাধ্যমে।
এছাড়া, ইলেক্ট্রনিক মিডিয়া ব্যবহার করার মাধ্যমে ডিজিটাল মার্কেটিং করতে পারবেন। যেমন- রেডিও, টিভিতে প্রচার করার মাধ্যমে ও করতে পারবেন।
আবার ব্যানার, পোষ্টার, সাইনবোর্ড, ইলেক্ট্রনিক বিলবোর্ড এর মাধ্যমে পণ্যের প্রচার করা যেতে পারে।
এবার digital marketing শিখতে কত দিন লাগবে সেটা জানার জন্য ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। তাহলে সহজে বুঝতে পারবেন কত দিন সময় লাগবে।
ডিজিটাল মার্কেটিং কত প্রকার ও কি কি? (Types of digital marketing)
দিন দিন প্রযুক্তি আপডেট হচ্ছে যার ফলে নতুন নতুন ডিভাইস ও সফটওয়্যার গুলো পরিবর্তন হচ্ছে। তাই সঠিক ভাবে বলা যাবে না ডিজিটাল মার্কেটিং এর প্রকারভেদ সম্পর্কে।
তবে, ডিজিটাল মার্কেটিং এর প্রধান কয়েকটি স্তর সম্পর্কে বলা যাবে। এই স্তর গুলো নিচে উল্লেখ করা হয়েছে।
- এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) (SEO)
- সোশ্যাল মিডিয়া মার্কেটি (Social media marketing)
- ইমেইল মার্কেটিং (Email marketing)
- কনটেন্ট মার্কেটিং (Content marketing)
- ভিডিও মার্কেটিং (Video marketing)
- অ্যাফিলিয়েট মার্কেটিং (Affiliate marketing)
- মোবাইল মার্কেটিং (Mobile marketing)
- অডিও মার্কেটিং (Audio marketing)
- ডেটা এনালাইসিস (Data analytics)
আমি উপরে ডিজিটাল মার্কেটিং এর যে স্তর গুলো উল্লেখ করেছি এগুলো digital marketing এর গুরুত্বপূর্ণ অংশ।
এই সকল বিষয় গুলো সম্পর্কে যদি আপনার পূর্ণ ধারণা থাকে তাহলে বুঝতে পাবেন ডিজিটাল মার্কেটিং শিখতে কত দিন লাগতে পারে।
ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে?
দেখুন digital marketing শিখতে কতদিন সময় লাগবে সেটা সম্পূর্ণ ভাবে নির্ভর করে আপনার উপরে। কারণ, এক এক জনের শেখার ইচ্ছা এক এক রকম।
কারও একটা বিষয় শিখতে ১০ দিন সময় লাগে। আবার সেই একই বিষয় অন্য জনের শিখতে ২০ দিন সময় লাগে। তাই শেখার ক্ষেত্রটা এক এক জনের কাজে এক একেক রকম হয়।
এবার আপনি যদি ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন সময় লাগবে সেটার কথা বলেন তাহলে ঔ একই বিষয় প্রযোজ্য হবে।
মনে করেন, আপনি সম্পূর্ণ নতুন কম্পিউটার সম্পর্কে বেসিক বিষয় গুলো জানেন। তাহলে ডিজিটাল মার্কেটিং শেখার পিছনে ৬ মাস সময় দিলে digital marketing এর বেসিক ও ফান্ডামেন্টাল বিষয় গুলো জানতে পারবেন।
এই ৬ মাস সময় দিয়ে মার্কেটিং ইন্ডাট্রি সম্পর্কে পরিস্কার ধারণা পেয়ে যাবেন। এটা হতে পারে কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা অনলাইন কোর্স থেকে শেখা।
প্রথম ৬ মাস বেসিক ধারণা নিয়ে পরে আরো ৬ মাস রেগুলার প্রাকটিস করে যেতে হবে। এভাবে একটানা ১ বছর রেগুলার প্রাকটিস এবং শিখে যেতে হবে।
১ বছর কাজ করার পরে আপনি জুনিয়র ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন এবং মাল্টিপল নীশে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে হবে।
আপনি যত ভিন্ন ধরনের নীশ (nish) নিয়ে কাজ করবেন ততই অভিজ্ঞতা বৃদ্ধি পাবে। ভিন্ন ধরনের নীশ (nish) নিয়ে কাজ করার জন্য আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে কাজ করতে পারেন।
এরপর ২ বছর কাজ করার পরে নিজের মধ্যে মার্কেটিং সম্পর্কে প্রচুর অভিজ্ঞতা থাকবে। তখন নিজেকে ডিজিটা মার্কেটিং এক্সপার্ট বলে দাবি করতে পারবেন।
তাহলে, digital marketing শিখতে আপনার শিখতে এবং প্রাকটিস করতে ১ বছর সময় লাগবে এবং নিজেকে এক্সপার্ট হিসাবে তৈরি করতে আরো ১ বছর সময় লাগবে।
ডিজিটাল মার্কেটিং কেন শিখবো?
মনে করেন, আপনার একটা পণ্য উৎপাদন করা প্রতিষ্ঠান রয়েছে। যে এলাকায় আপনার প্রতিষ্ঠান রয়েছে সেই এলাকার এবং পাশের কিছু এলাকার মানুষ প্রতিষ্ঠান সম্পর্কে জানে।
এখন আপনি চাচ্ছেন দুরের এলাকার বা সারা দেশের মানুষ আপনার পণ্য উৎপাদন প্রতিষ্ঠান সম্পর্কে জানুক।
সারা দেশের মানুষের জানানোর জন্য আপনাকে প্রতিষ্ঠানের প্রচার করতে হবে। বর্তমানে পণ্য বা প্রতিষ্ঠান প্রচার করার সব থেকে জনপ্রিয় মাধ্যম হলো ডিজিটাল মার্কেটিং।
এই মাধ্যমে প্রচার করলে আপনি কাঙ্খিত পরিমানে কাস্টমার পাবেন এবং ব্যবসার পরিধি বৃদ্ধি করতে পারবেন।
বর্তমানে সারা বিশ্বে যত বড় বড় কোম্পানি বা প্রতিষ্ঠান রয়েছে তারা সবাই পণ্য প্রচার করার জন্য ডিজিটাল মার্কেটিং করেন।
এতে তারা সহজে কাঙ্খিত কাস্টমার পেয়ে এবং তাদের কোম্পানির পরিচিত বৃদ্ধি পায়। তাহলে নিজের ব্যবসা বা প্রতিষ্ঠানের পণ্যের প্রচার করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে হবে।
তাছাড়া, আপনি অন্যের ব্যবসার পণ্য প্রচার করার জন্য ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। বড় বড় প্রতিষ্ঠান গুলো তাদের পণ্য প্রচার করার জন্য ডিজিটাল মার্কেটার নিয়েগ দেয়।
আপনি তাদের প্রতিষ্ঠানের হয়ে কাজ করতে পারেন। তাছাড়া, ডিজিটাল মার্কেটিং এর প্রচুর কাজ আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে পেয়ে যাবেন।
এই সব প্রতিষ্ঠান এবং মার্কেটপ্লেসে কাজ করে আপনি নিজের ক্যারিয়ার গড়তে পারবেন। তাছাড়া, বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা প্রচুর পরিমানে বৃদ্ধি পাচ্ছে।
শেষ কথা
আজকে আমরা জানলাম ডিজিটাল মার্কেটিং শিখতে কতদিন লাগে এবং কেন ডিজিটাল মার্কেটিং শিখবো এর সম্পর্কে।
digital marketing সম্পর্কে কোনো প্রশ্ন জানার থাকলে নিচের কমেন্টে জানাতে ভুলবেন না। আর আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন।